টুকরো খবর
হলদিয়া ও পাঁশকুড়ায় পুরভোট ৩ জুন
চূড়ান্ত হল পূর্ব মেদিনীপুরের দুই পুরসভায় ভোটের দিনক্ষণ। আগামী ৩ জুন ভোটগ্রহণ হবে হলদিয়া ও পাঁশকুড়া পুরসভায়। এর আগে রাজ্য নির্বাচন দফতর ২৭ মে ভোটের সম্ভাব্য দিন হিসাবে ঘোষণা করলেও জামাইষষ্ঠীর কারণে দিন-বদলের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সেই মতোই পরিবর্তিত ভোট-নির্ঘণ্ট চূড়ান্ত হল। ৩ জুন (রবিবার) ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। দুই পুরসভার জন্যই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ৩০ এপ্রিল থেকে। ওই দিন থেকেই মনোনয়নপত্র জমা করা যাবে। চলবে ৭ মে পর্যন্ত। ৯ মে মনোনয়নপত্র পরীক্ষা এবং ১১ মে প্রত্যাহারের দিন ঠিক হয়েছে। ১১ জুনের মধ্যে ভোটগণনা ও ফলপ্রকাশ-সহ ভোট-প্রক্রিয়া শেষ করতে হবে। হলদিয়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা ২৬, পাঁশকুড়ায় ১৭। এখন হলদিয়ায় ক্ষমতাসীন রয়েছে বামফ্রন্ট (বামেরা ১৯, তৃণমূল ৭), পাঁশকুড়ায় তৃণমূল ও কংগ্রেসের জোট (জোট ১০, বামেরা ৭) । এই জেলায় একমাত্র হলদিয়া পুরসভাই বামেদের দখলে। বাকি সব পুরসভাতমলুক, কাঁথি, এগরা ও পাঁশকুড়া এখন তৃণমূল শিবিরেরই দখলে। গত বছর বিধানসভা ভোটে জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয় তৃণমূলা। জেলা পরিষদ-সহ অধিকাংশ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতও তৃণমূলেরই দখলে। এ বার হলদিয়া পুরসভা দখল করে এবং পাঁশকুড়ায় ক্ষমতা ধরে রেখে জেলা-রাজনীতিতে তাদের নিরঙ্কুশ আধিপত্য আরও শক্ত করতে চাইছে শাসক তৃণমূল। প্রতিষ্ঠান-বিরোধিতায় ভর করে পাঁশকুড়ায় জয় ছিনিয়ে আনতে মরিয়া বামেরাও। তবে লক্ষ্মণ শেঠের গ্রেফতারের পর হলদিয়ায় ক্ষমতা ধরে রাখা নিয়ে সংশয়ে বাম-শিবিরই।

মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টায় ধৃত
টাকাপয়সা সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার বাবুয়া গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ কুতুবুদ্দিন। রানু বেগম নামে বছর চল্লিশের ওই মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কোলাঘাটের বাবুয়া গ্রামের বাসিন্দারানু বেগম স্বামী বিচ্ছিন্না। বছর কুড়ির ছেলে মুস্তাককে নিয়ে তিনি থাকেন। রূপনারায়ণের পাড়ে তাঁর বাড়ি সংলগ্ন এলাকাতেই থাকেন কুতুবউদ্দিন। স্বল্পসঞ্চয় প্রকল্পের এজেন্ট কুতুবউদ্দিনের কাছে টাকা জমা দিতেন রানু। সম্প্রতি সেই জমা টাকা ফেরত পাওয়া নিয়ে রানুর সঙ্গে কুতুবউদ্দিনের বিরোধ বাধে। গত ৩ এপ্রিল দুপুরে রানু বাড়িতে থাকাকালীন কুতুবুদ্দিন তাঁর বাড়িতে হামলা চালায়। অভিযোগ, রানুর বাড়ির দরজা বন্ধ করে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় কুতুবউদ্দিন। পুড়ে গিয়ে জখম হন রানু। দরজা ভেঙে কোনও রকমে তাঁকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করেন এলাকার বাসিন্দারা। ঘটনার পর থেকে কয়েকদিন সংজ্ঞাহীন ছিলেন ওই মহিলা। বুধবার জ্ঞান ফিরতেই রানুর জবানবন্দি নেয় পুলিশ। এরপর রানু বেগমের ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ শেখ কুতুবউদ্দিনকে গ্রেফতার করা হয়।

তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ
দাসপুরের নাড়াজোল হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলল বিজেপি। বিজেপির অভিযোগ, ওই স্কুলের নির্বাচনের জন্য বৃহস্পতিবারই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বুধবার স্কুল থেকে মনোনয়নপত্র তোলা হয়। বিজেপি নেতা মদনচন্দ্র দাসের অভিযোগ, “বুধবার মনোনয়নপত্র তুলে আমাদের প্রার্থীরা বাড়ি আসার সময়ে তৃণমূলের লোকজন মারধর করে সেগুলি ছিনিয়ে নেয়। পুলিশকে জানানো হয়। পরে ৩টি মনোনয়নপত্র ফেরত পাওয়া যায়। কিন্তু বৃহস্পতিবার সকালে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়, যেন স্কুল চত্বরে কেউ না যায়।” বিষয়টি ফের পুলিশকে জানানো হয়। স্কুলে পুলিশও যায়। কিন্তু বিজেপি সমর্থিতদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে তারা মনোনয়নপত্রও জমা দিতে পারেনি। তৃণমূল নেতা শ্যাম পাত্রের অবশ্য দাবি, “আমরা কাউকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিইনি। বিজেপি মিথ্যা অভিযোগ করছে।”

ঝাড়গ্রামের জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার
জঙ্গলের মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের শিমলির জঙ্গল থেকে উদ্ধার হওয়া ওই দেহাবশেষ পাটাশিমুল পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম প্রধান সুহাসকান্তি মাহাতোর বলে দাবি তাঁর ছেলে তন্ময় মাহাতোর। পুলিশ জানিয়েছে, শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ২০১০-এর ৩০ অক্টোবর সুহাসবাবুকে মিটিংয়ের নাম করে লোহামেল্যা গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যায় মাওবাদী-জনগণের কমিটির লোকজন। ‘আতঙ্কে’ প্রথমে পুলিশের কাছে অভিযোগ জানাননি আত্মীয়রা। ২৮ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম থানায় নিখোঁজ-ডায়েরি করেন সুহাসবাবুর স্ত্রী লক্ষ্মীরানি। বুধবার ‘মাওবাদী লিঙ্কম্যান’ সন্দেহে বাঁকশোল গ্রামের দশরথ মাহাতো নামে এক যুবককে ধরেছিল পুলিশ। তাঁকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এ দিন জঙ্গলে তল্লাশি চালায় পুলিশ।

লালগড়ে কলেজের জমির সীমা নির্ধারণ
লালগড়ে প্রস্তাবিত কলেজের জন্য বৃহস্পতিবার প্রশাসনিক-স্তরে জমির সীমানা নির্ধারণ করা হল। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত জানান, লালগড়ের অদূরে ধরমপুর অঞ্চলের শাঁখাখুল্যায় ৬.৪০ একর সরকারি খাস-জমি কলেজের জন্য চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের তরফে এ দিন সীমানা নির্ধারণ করার সময়ে উপস্থিত ছিলেন লালগড়ের বিডিও অভিজিৎ সামন্ত, ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তথাগত মুখোপাধ্যায়, পূর্ত ইঞ্জিনিয়র কাজল সিংহ প্রমুখ। প্রশাসন সূত্রের খবর, কলেজ তৈরির জন্য এর পর উচ্চশিক্ষা দফতর প্ল্যান এস্টিমেট তৈরি করবে।

হলদিয়ায় চড়ক
আজ চৈত্র সংক্রান্তি। চড়কের আনন্দে মাতোয়া গ্রামবাংলা। আজ, শুক্রবার মহিষাদলের বিস্তীর্ণ এলাকাতেও এই উৎসবের চেনা মেজাজই ধরা পড়বে। গাজনের অনুষঙ্গে বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসব। রাজ ময়দানের দীর্ঘদিনের ঐতিহ্যশালী চড়ক উৎসবের আয়োজন হয়। স্থানীয় ময়দান ক্লাবের উদ্যোগেই এই আয়োজন। এ ছাড়াও বাসুলিয়া, রামবাগ, সুন্দরা গ্রামে শিবমন্দিরে বহু প্রাচীন চড়ক উৎসব উপলক্ষে ভিড় জমান ভক্তেরা। গাজনের গান, বটি ঝাঁপ সবই হয় প্রথা মেনে। উৎসবের শেষ দিনে বসে মেলা। আশপাশের বহু গ্রামের মানুষ সেখানে ভিড় জমান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.