|
|
|
|
একশো দিনের কাজে মজুরি বৃদ্ধি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একশো দিনের প্রকল্পে মজুরি বৃদ্ধি হল। চলতি বছরের ১ এপ্রিল থেকে এই বাড়তি মজুরি পাবেন শ্রমিকরা। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। ওই নির্দেশিকা পৌঁছেছে প্রতিটি জেলায়। অদক্ষ, অর্ধদক্ষ ও দক্ষ--এই তিন ক্ষেত্রেই মজুরি-বৃদ্ধি হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, আগে অদক্ষ শ্রমিকরা পেতেন ১৩০ টাকা। অর্ধদক্ষ ও দক্ষ-শ্রমিকরা পেতেন যথাক্রমে ১৯৫ ও ২৬০ টাকা। এ বার অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে মজুরি বেড়ে হচ্ছে ১৩৬ টাকা। অর্ধদক্ষ ও দক্ষ শ্রমিকরা পাবেন যথাক্রমে ২০৪ ও ২৭২ টাকা। মজুরি-বৃদ্ধির ফলে শ্রমিকরা উপকৃত হবেন বলেই মনে করছে প্রশাসন। বছর ছয়েক আগে একশো দিনের কাজ প্রকল্প শুরু করে কেন্দ্রীয় সরকার। এর ফলে প্রত্যন্ত গ্রামেও উন্নয়ন-কাজের সুযোগ ঘটেছে। বিশেষ করে রাস্তা তৈরি, পুকুর খনন প্রভৃতি। একশো দিনের প্রকল্পে মজুরি-বৃদ্ধির দাবি আগেই উঠেছিল। মজুরি কম হওয়ায় অনেকে এই কাজে উৎসাহও দেখাতেন না। বিশেষ করে চাষের মরসুমে। এ দিকে, মজুরি বৃদ্ধি হলেও আগের বকেয়া টাকা না-মেলায় জেলায় জেলায় প্রকল্পের কাজ থমকে গিয়েছে বলে অভিযোগ।
পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, গত আর্থিক বছরে পশ্চিম মেদিনীপুরে প্রায় ২২৬ কোটি টাকার কাজ হয়েছে। তার আগের অর্থ-বর্ষে কাজ হয়েছিল প্রায় ২৬৭ কোটি টাকার। কাজ হলেও কেন্দ্র অর্থ মঞ্জুর না-করায় জেলার বকেয়া রয়েছে প্রায় ১৫ কোটি টাকা। পরিস্থিতি দেখে এখন নতুন প্রকল্প রূপায়ণের ঝুঁকিই নিতে চাইছে না প্রশাসন।
রাস্তা তৈরি, পুকুর খনন, পুকুর-সংস্কারের কাজ গরমেই হয়। অথচ টাকা নেই। বকেয়া টাকা জেলায় না-এলে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন। |
|
|
|
|
|