নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
র্যান্টি মার্টিন্সকে নেওয়ার পরে দেশের সেরা স্টপার গৌরমাঙ্গি সিংহের সঙ্গে চুক্তি চূড়ান্ত করল প্রয়াগ ইউনাইটেড। সঙ্গে ইস্টবেঙ্গলের রবিন্দর সিংহ, চার্চিলের জাকির মন্ডাপারা, পুণে এফ সির বলদীপ সিংহ। এ বার প্রয়াগ চমক দিতে চাইছে দেশের সেরা কিপার সুব্রত পালকে নিয়ে। কথা অনেক দূর এগিয়েছে। কর্তারা আশায়, সুব্রত কলকাতা ফিরছেন। তবে সুব্রত বললেন, “গোয়ার একটা ক্লাব ভাল প্রস্তাব দিয়েছে। সিদ্ধান্ত নেব শেষ ম্যাচ খেলে।” মোহনবাগানের সঙ্গে টানাটানি চললেও দীপক মণ্ডল থেকে যাচ্ছেন পুরনো ক্লাবেই। মোহনবাগানও চাইছিল গৌরমাঙ্গিকে। তাঁকে পাওয়া যাচ্ছে না জানার পর আনোয়ারকে রেখে দিয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গল সন্দীপ নন্দী-গুরপ্রীত সিংহ-সহ চার গোলকিপারকে রেখে দিচ্ছে। চার্চিলের অরিন্দম ভট্টাচার্যকে নিচ্ছে মোহনবাগান। সেটা জানার পর চার্চিল ব্রাদার্স চাইছে সুব্রতকে। তবে কলকাতায় খেললে সুব্রত খেলবেন প্রয়াগেই এটা মোটামুটি নিশ্চিত। মোহনবাগানে অরিন্দম এলে শিল্টন পাল থাকতে নারাজ।
ইস্টবেঙ্গলে যাঁর থাকা নিয়ে জল্পনা তুঙ্গে, সেই টোলগের ওজবের জন্মদিন পালন হল ক্লাবে। টোলগে নিজেই কেক এনেছিলেন। টোলগে চলে গেলে এশীয় কোটায় কেন ভিনসেন্টকে নেওয়ার ভাবনা চিন্তা ঘুরছে কোচ ট্রেভর মর্গ্যানের মাথায়। ঘনিষ্ঠ মহলে তিনি না কি সে কথা জানিয়েওছেন।
দলবদলের মধ্যেই আবার দুই প্রধান একজোট হল অন্য এক বিষয়কে কেন্দ্র করে। ইডেনে নাইট রাইডার্সের ম্যাচের দিন অনুশীলনে আসার পথে ওডাফা-টোলগে-মর্গ্যান-সুব্রতদের গাড়ি আটকাচ্ছে কলকাতা পুলিশ। মোহনবাগান-ইস্টবেঙ্গল এর প্রতিবাদে সোচ্চার। মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বললেন, “আমরা পুলিশ কমিশনারকে চিঠি দিচ্ছি।” ইস্টবেঙ্গল অবশ্য আরও এক ধাপ এগিয়ে আন্দোলনের হুমকি দিয়েছে। ক্লাব কর্তা দেবব্রত সরকার বললেন, “চিঠিতে সমস্যার সমাধান না হলে পরের বছর রাস্তায় নেমে আন্দোলন করব আমরা।” |