‘অন্য’ যুদ্ধে কর্তাদের মানছেন না মর্গ্যান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ট্রেভর মর্গ্যান বনাম মিডিয়া বিতর্ক নাটকীয় ভাবে অন্য দিকে মোড় নিল। তাতে জড়িয়ে পড়লেন ইস্টবেঙ্গল কর্মকর্তারাও। পরিস্থিতি যে দিকে গড়াল, তাতে মর্গ্যান এখন ক্লাবের বড় কর্তাদেরও মানতে চাইছেন না।বৃহস্পতিবার সকালে ক্লাব তাঁবুর প্রধান দরজার কোলাপসিবল গেট খোলা ছিল। কর্তাদের ঘোষণামতো আগের মতো বন্ধ ছিল না। ক্লাব তাঁবূুর চত্বরে ঢুকে মাঠ পর্যন্ত যান সাংবাদিকরা। তাঁদের দূর থেকে দেখেই মর্গ্যান হাত দিয়ে বলেন বেরিয়ে যেতে। বুঝিয়ে দেন, সাংবাদিকদের তিনি অনুশীলন দেখতে দেবেন না। এখানেই শেষ নয়, প্র্যাক্টিস সেরে বেরিয়ে মর্গ্যান জানালেন, এই প্রক্রিয়া চলবে অনির্দিষ্টকালের জন্য। যা শুনে ক্লাব কর্তারা প্রচণ্ড অবাক। ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার জানালেন, তিনি শুক্রবার থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবেন। সাংবাদিকরা যাতে অনুশীলন দেখতে পান। এ দিন অনুশীলন শেষে মর্গ্যান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা ক্লাবতাঁবুর ভিতরে কথা বলতে চাননি। মর্গ্যান বেরিয়ে আসেন একেবারে ক্লাব তাঁবুর বাইরে। রাস্তার উপর দাঁড়িয়ে তিনি বলেন, “এ রকম চলবে অনির্দিষ্ট কালের জন্য।” সাংবাদিকরা তাঁকে বলেন, এ দিনের প্র্যাক্টিসও যে ক্লোজড ডোর হবে সে কথা ক্লাব আগে থেকে জানায়নি। সে কথা জানালে মর্গ্যান বলেন, “কর্তাদের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। সবাইকে বলে দেওয়া হবে।”
|
রাজ্য সেরা সায়ন্তন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য দাবায় চ্যাম্পিয়ন হলেন শ্যামবাজারের ছেলে সায়ন্তন দাস। রানার্স দিলীপ দাস। এঁদের সঙ্গে অঞ্জন মল্লিক, সন্তু মণ্ডল জাতীয় বি দাবায় বাংলার প্রতিনিধিত্ব করবেন এঁরা। সায়ন্তন ২০০৮ সালে বিশ্ব যুব দাবায় চ্যাম্পিয়ন হয়ে চমকে দেন। তার পর থেকেই জাতীয় ও রাজ্য স্তরে ভাল খেলছেন।
|
শ্যামবাজার ক্লাব আয়োজিত মেয়েদের ক্রিকেট ফাইনাল ১৪ এপ্রিল। অতিথি ওয়াসিম আক্রম। |