নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রাজ্যে ফুটবলের মানোন্নয়নে এ বার শিলিগুড়িতে ‘ফুটবল হাব’ গড়তে চায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। বৃহস্পতিবার শিলিগুড়ির মহকুমা ক্রীড়া পরিষদে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ওই প্রস্তাব দেন এআইএফএফ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুনন্দ ধর। শিলিগুড়িতে ‘সেন্টার অব এক্সেলেন্স’ গড়ার কথা জানিয়েছেন সুব্রতবাবু। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের তিনি ওই কাজে সাহায্যের আবেদন করেন। সুব্রতবাবু জানান, ওই কাজের জন্য অন্তত ৫ একর জমি প্রয়োজন। সেখানে ৩ টি মাঠ, ৮০ জনের থাকার ব্যবস্থা, চিকিৎসা কেন্দ্রের ঘর, জিম, সুইমিং পুল, ফিজিওথেরাপির ঘর, কনফারেন্স হল, ৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা-সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলা হবে। |
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাহায্যের আশ্বাস দিয়ে জানান, সরকারি ভাবে তিনি জমি দিতে সচেষ্ট হবেন। স্পনসরের মাধ্যমে পরিকাঠামো গড়ার খরচ জোগাড় করতেও তিনি তদ্বির করবেন। তিনি বলেন, “জমির ব্যবস্থা করা হবে। শিলিগুড়িকে কেন্দ্র করে ‘ফুটবল হাব’ গড়ে উঠলে তা উত্তরবঙ্গে ফুটবলের উন্নয়নে সহায়ক হবে। এ ব্যাপারে সমস্ত রকম সাহায্য করা হবে।” এআইএফএফ সূত্রে জানা গিয়েছে, দেশে ফুটবল কোচ তৈরির ক্ষেত্রেও ওই কেন্দ্র কাজ করবে। কোচদের পাশাপাশি রেফরিদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। টিম ম্যানেজমেন্ট, অ্যাকাডেমির ম্যানেজার তৈরির মতো বিভিন্ন কোর্সও করানো হবে। এআইএফএফ-এর সহ সভাপতি সুব্রতবাবু বলেন, “ফুটবলের সার্বিক মানোন্নয়নে শিলিগুড়িতে ওই কেন্দ্র করতে চায় এআইএফএফ। যে জায়গায় তা করা হবে তা ন্যুনতম ৩০ বছরের জন্য লিজ হওয়া প্রয়োজন। আইলিগের দ্বিতীয় ডিভিশন ম্যাচ এবং অনূর্ধ্ব ১৯ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শিলিগুড়িতে করার ক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সাহায্য পেয়েছি। এ ক্ষেত্রেও তিনি এগিয়ে আসবেন বলে আশাবাদী।” পাশাপাশি এ দিন মন্ত্রীকে তিনি প্রস্তাব দেন ইতিমধ্যে আইলিগের অন্যতম দল প্রয়াগ ইউনাইটেড শিলিগুড়িকে ‘হোম গ্রাউন্ড’ করার ইচ্ছের কথা তাদের জানিয়েছে। তাদের অনুশীলনের মাঠ, ক্লাব ও অফিসের বন্দোবস্ত চাই। তা মিললেই শিলিগুড়িকে হোম গ্রাউন্ড করতে প্রয়াগের আর কোনও বাধা থাকবে না। সে ক্ষেত্রে আগামী মরসুমে আইলিগের খেলাও শিলিগুড়িতে করাতে চান তাঁরা। বৈঠক থেকে প্রয়াগের কর্মকর্তাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন সুব্রতবাবু। সেই হিসাবে আইলিগের ম্যাচের আয়োজনক করতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফ্লাড লাইট-সহ কয়েকটি পরিকাঠামো গড়ে তোলার কথাও তাঁরা জানিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবর থেকে খেলা শুরু হবে। গৌতমবাবু জানিয়ে দেন, ফ্লাড লাইটের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যান্য পরিকাঠামোও গড়ে তোলা হবে। |