|
|
|
|
সাইকেল কিনতে ছাত্রীকে সাহায্য |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
টিউশন করে নিজের পড়াশোনার খরচ চালান। গরিব পরিবারের মেয়ে। বাড়ি গড়বেতায়। বাবার পান-দোকানই ভরসা। সপ্তাহ দু’য়েক আগের ঘটনা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাইকেল রেখে ক্লাসে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন আর সাইকেল নেই। শুরু হয়ে খোঁজাখুঁজি। কিন্তু ক্যাম্পাসে মধ্যে আর সাইকেল মেলেনি। সাইকেল খোওয়া গিয়েছে জেনে চিন্তিত হয়ে পড়েন বন্দনা ঘোড়ই। এমসিএ-এর দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের হস্টেলেই থাকেন। নিজের পুরনো একটি সাইকেল ছিল। সেই সাইকেলে করেই শহরে টিউশন করতেন। |
|
নিজস্ব চিত্র। |
নতুন সাইকেল কেনার মতো আর্থিক সামর্থ্য নেই পরিবারের। পরিস্থিতি দেখে ডেপুটি রেজিস্ট্রারকে একটি আবেদনপত্র লেখেন বন্দনা। ছাত্রীটির পারিবারিক অবস্থার কথা জেনে তাঁকে নতুন সাইকেল কেনার টাকা দিতে উদ্যোগী হন উপাচার্য, রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের পাঁচ আধিকারিক। সেই মতো বৃহস্পতিবার ছাত্রীটির হাতে ১৭০০ টাকা তুলে দেওয়া হল। উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “নতুন সাইকেল কেনার সামর্থ্য বন্দনার নেই। তাই আমরা কয়েক জন এই উদ্যোগ নিই।” পাশাপাশি তাঁর বক্তব্য, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাইকেল-স্ট্যান্ড রয়েছে। ছাত্রছাত্রীদের বলেছি, সেখানেই সাইকেল রাখতে। যত্রতত্র সাইকেল রাখার ফলে সমস্যা হচ্ছে।” সাইকেল কেনার টাকা পেয়ে খুশি বন্দনাও। তাঁর কথায়, “নিজে নতুন সাইকেল কিনতে পারতাম না। সেই সামর্থ্য নেই। তাই আবেদনপত্র লিখেছিলাম।”
|
|
|
|
|
|