এ দেশে নাশকতায় জড়িত জঙ্গিরা যে এখনও কলকাতাকে ‘নিরাপদ ঘাঁটি’ হিসেবে ব্যবহার করছে, ফের তার প্রমাণ মিলল। এ বার ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) গোষ্ঠীর শীর্ষ নেতা ইয়াসিন ভটকলের ঘনিষ্ঠ এক জঙ্গি ধরা পড়ল গার্ডেনরিচে। বেঙ্গালুরু পুলিশের একটি দল কলকাতায় এসে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণে জড়িত সন্দেহে বুধবার তাকে গ্রেফতার করেছে।
বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) বি দয়ানন্দ বলেন, “ধৃতের নাম কামাল হাসান। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণের ষড়যন্ত্রে সে জড়িত। কামাল বেঙ্গালুরু যায়নি। আইএম-কে বিস্ফোরণ ঘটাতে সাহায্য করা ছাড়াও ঘটনায় জড়িতদের দিল্লি ও অন্যত্র আশ্রয় দিয়েছিল।” দিল্লিতেই ভটকলের সঙ্গে কামালের পরিচয় হয় বলে জানান দয়ানন্দ। বেঙ্গালুরু পুলিশ সূত্রের খবর, ২৩ বছরের যুবক কামাল আদতে বিহারের মধুবনির বাসিন্দা। পড়াশোনা ম্যাট্রিক পর্যন্ত। দীর্ঘদিন ধরে সে দিল্লিতে থাকে। দিল্লিতে বিস্ফোরক তৈরির ঘাঁটিতে সে তালিম নেয়। ২০১০-এ বেঙ্গালুরুতে বিস্ফোরণ ছাড়াও ২০০৯-এ দিল্লির জামা মসজিদে বিস্ফোরণের ঘটনায় সে জড়িত বলে পুলিশের সন্দেহ।
গত কয়েক মাস ধরে কামাল নেপাল, বিহারে নেপাল সংলগ্ন সীমান্ত এলাকা ও পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি করছে বলে গোয়েন্দা সূত্রে জেনেছিলেন তদন্তকারীরা। কামাল যে কলকাতায় গা-ঢাকা দিয়ে আছে, সেই বিষয়ে নিশ্চিত হয়ে শহরে তদন্তকারী দল পাঠায় বেঙ্গালুরু পুলিশ। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সকেও অভিযানের কথা জানায় তারা। পুলিশি সূত্রের খবর, গার্ডেনরিচে ঘর ভাড়া নিয়ে থাকত কামাল। ওই তল্লাটে সে কী ভাবে লুকিয়ে ছিল, সেই বিষয়ে খোঁজখবর নিচ্ছে কলকাতা পুলিশ।
২৮ এপ্রিল দিল্লিতে ভটকলের অন্য এক ‘ঘনিষ্ঠ’ সহযোগী আসাদুল্লা রহমানকে ধরা হয়। পুলিশ জানায়, বিহারের বাসিন্দা দিলকাশ আইএমের এক ‘বিস্ফোরক-বিশেষজ্ঞ’। পশ্চিম দিল্লির একটি ডেরায় সে বিস্ফোরক তৈরি করত। তাকে জেরা করেই কামালের খোঁজ মেলে। |