নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিভিন্ন রাজ্যের দাবি মেনে কয়লার উপরে রয়্যালটির হার বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ কয়লা উৎপাদক সংস্থার তরফে এ বার সংশ্লিষ্ট রাজ্য সরকারকে রয়্যালটি বাবদ বেশি টাকা গুণতে হবে। এতে কয়লাসমৃদ্ধ রাজ্যগুলির কোষাগারে যেমন বাড়তি অর্থ আসবে, তেমন সেখানে কয়লার দামও ফের বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। যার জেরে ওই সব রাজ্যে বিদ্যুৎ, ইস্পাত ও সিমেন্টেরও দাম কিছুটা বাড়তে পারে।
তবে কয়লার রয়্যালটিবৃ্দ্ধির বিশেষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলে রাজ্যের সরকারি সূত্রের দাবি। কেন?
সূত্রের ব্যাখ্যা: পশ্চিমবঙ্গে কয়লায় সেস ও রয়্যালটি দুইই নেওয়া হয়। তাই রয়্যালটির বর্ধিত হার এখানে প্রযোজ্য হবে না। সুতরাং পশ্চিমবঙ্গে কয়লার দাম কার্যত একই থাকবে। এবং এই কারণেই অন্যত্র বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনা থাকলেও এ রাজ্যে আপাতত তেমন ইঙ্গিত নেই বলে রাজ্যের বিদ্যুৎকর্তারা জানিয়েছেন।
সাম্প্রতিক কালের মধ্যে কয়লার দাম দফায় দফায় বাড়লেও রয়্যালটির পরিমাণ না-বাড়ায় রাজ্যের কোষাগারে টান পড়ছে এই যুক্তিতে কয়লাসমৃদ্ধ রাজ্যগুলি দিন ধরে কেন্দ্রের কাছে রয়্যালটিবৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, কয়লায় রয়্যালটির হার বাড়িয়ে ১৪% করা হবে। লিগনাইটে (নিম্নমানের কয়লা) রয়্যালটি বেড়ে হচ্ছে ৬%। কয়লামন্ত্রক সূত্রের খবর: এত দিন কয়লার মান ইত্যাদি নানা কিছুর ভিত্তিতে, জটিল অঙ্কের সাহায্যে বিভিন্ন মানের কয়লার জন্য বিভিন্ন হারের রয়্যালটি নির্ধারিত হতো। নতুন হিসেব হবে অনেক সহজ। খনি-মুখে কয়লার যে দাম (পিট-হেড প্রাইস) দাঁড়াবে, সোজাসাপ্টা ভাবে তার ১৪% হারে রয়্যালটি আদায় করবে সংশ্লিষ্ট রাজ্য।
এবং এর মাধ্যমে ঝাড়খণ্ড-ছত্তীসগঢ়-অন্ধ্রের মতো রাজ্য গড়ে বছরে হাজার কোটি টাকা ভাঁড়ারে তুলবে। পশ্চিমবঙ্গ তা পাবে না কেন? রাজ্য অর্থ দফতরের কর্তারা জানিয়েছেন, এ রাজ্যে কয়লার উপরে ২৫% হারে সেস, ও সামান্য হারে রয়্যালটি নেওয়া হয়, যেখানে অন্যান্য রাজ্য নেয় শুধু রয়্যালটি। দিল্লি তাই পশ্চিমবঙ্গকে নতুন হারে রয়্যালটি আদায়ের অনুমতি দেয়নি। এ নিয়ে দীর্ঘ দিন ধরে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলেছে। তবে অর্থ দফতরের খবর, কয়লায় রয়্যালটি বাড়ার পরে রাজ্যের নতুন সরকার এখন খতিয়ে দেখবে, সেস তুলে নতুন হারে রয়্যালটি নিলে রাজ্য লাভবান হবে কি না। সেই মতো পরবর্তী সিদ্ধান্ত হবে। |