তথ্য সংগ্রহে ত্রুটিই এক ঝটকায় জানুয়ারির শিল্প বৃদ্ধির সংশোধিত হারকে নামাল ১.১৪ শতাংশে। প্রাথমিক হিসাব ৬.৮%। মুখ্য পরিসংখ্যানবিদ টি সি এ অনন্ত এ কথা স্বীকার করে জানান, মূলত চিনি উৎপাদনের তথ্যে ভুল থাকাই এর কারণ। ভবিষ্যতে যাতে এ রকম না-হয়, তার জন্য কেন্দ্র কমিটি গড়ছে বলে জানান প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সি রঙ্গরাজন।
|
জীবন বিমা সংস্থা ম্যাক্স নিউ ইয়র্ক লাইফ-এর ২৬% অংশীদারি হাতে নিচ্ছে জাপানের এমএসঅ্যান্ডএডি ইনশিওরেন্স। এ জন্য তারা ২,৭৩১ কোটি টাকা নগদে দেবে। ম্যাক্স নিউ ইয়র্কের দাবি, ভারতে জীবন বিমা ক্ষেত্রে এটি দ্বিতীয় বৃহত্তম বিদেশি লগ্নি। নতুন সংস্থার নাম হবে ম্যাক্স লাইফ ইনশিওরেন্স কোম্পানি।
|
নববর্ষ উপলক্ষে বৌবাজার বিপণিতে বিয়ের গয়না কেনার উৎসবের আয়োজন করল দত্ত গিনি প্যালেস। এখানে সোনার গয়নার মজুরিতে মিলছে ২০% ছাড় ও হিরের গয়নায় ৩০%। |