|
|
|
|
বাজার সমিতির বিল বই উধাও |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
উধাও হয়ে গিয়েছে রাজ্য কৃষি বিপনন দফতরের অন্তর্গত বোলপুরের ‘নিয়ন্ত্রিত বাজার সমিতি’র ২৫টি বিল বই। সংস্থার ২০১০-১১ আর্থিক বর্ষের অডিট রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। ফলে লক্ষাধিক টাকার আর্থিক দুর্নীতির আশঙ্কা করেছেন সমিতির বর্তমান বোর্ড। বিষয়টি জানাজানি হতেই সমিতির সচিব সুদীপ্ত দত্ত বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
সমিতির সূত্রে জানা গিয়েছে, ১৯৯৯ সালে নভেম্বর মাসে বোলপুর নিয়ন্ত্রিত বাজার সমিতির প্রশাসনিক ভবন ও সুলভ কৃষক আবাসের শিলান্যাস করেন তৎকালীন রাজ্যপাল শ্যামলকুমার সেন। কয়েক বছর পর ওই সমিতির আওতায় ৪ তালা বিশিষ্ট নেতাজি বাজার তৈরি হয়। ওই বাজারে দোকানের জন্য ভাড়া ও আনুষঙ্গিক খরচ বাবদ মোট ৬২৫টি বিলের খোঁজ মিলছে না। ফলে লক্ষ লক্ষ টাকা গায়েব হওয়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। প্রায় ৩০০টিরও বেশি দোকান রয়েছে ওই বাজারে। গায়েব হওয়া ২৫টি বিল বইয়ের মোট ৬২৫টি বিল বেপাত্তা। ২০১০-১১ আর্থিক বর্ষের অডিট গত ১৫ মার্চ শেষ হয়েছে। ৩১ মার্চ নাগাদ সংশ্লিষ্ট বিভাগে তা জমা পড়েছে রিপোর্ট। তাতেই গরমিল ধরা পড়ে।
তৎকালীন বোর্ড সিনিয়র কম্পিউটার অপারেটরের পদে প্রদীপ্তকুমার সিংহকে নিয়োগ করেছিল। তিনি ওই সমিতিতে ক্যাশিয়ার ও অ্যাকাউন্ট্যান্ট দু’য়েরই দায়িত্ব পালন করতেন বলে জানা গিয়েছে। বহুবার চেষ্টা করলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ দিকে বর্তমানে ওই সমিতির চেয়ারম্যান জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা। তিনি বলেন, “তছরুপের বিষয়ে আমি কিছু জানি না। যা বলবে সমিতির সচিব বলবে।” সচিব সুদীপ্ত দত্ত-ও বিস্তারিত মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্তৃপক্ষের নির্দেশে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।” জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “তদন্ত শুরু হয়েছে।” |
|
|
|
|
|