পাশাপাশি দু’টি বাড়ির বারান্দা থেকে দুই গৃহকর্তার দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি মহম্মদবাজার থানার রাজ্যধরপুর গ্রামের শাখা ক্যানাল লাগোয়া আদিবাসী পাড়ার। পুলিশ জানায়, মৃতেরা হলেন ভীম টুডু ও রাবণ সোরেন। দু’জনেরই বয়স ৪৫-৫০-এর মধ্যে। দু’জনেই দিনমজুর। স্থানীয় বাসিন্দাদের দাবি, দু’জনেই খুব নেশা করতেন। তবে কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভীম টুডুর মদ খেয়ে মৃত্যু হলেও হতে পারে। আর রাবণ টুডু অসুস্থতার কারণে হয়তো মারা গিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দিকে, এ দিন সকালে মহম্মদবাজারের শেওড়াকুড়ির রাস্তার পাশে একটি ধাবার কাছ থেকে তরুণের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম সুনীল টুডু (১৯)। পাতিডাঙা এলাকায় তাঁর বাড়ি। পুলিশ জানায়, ওই তরুণ খালাসির কাজ করতেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোরগ্রাম-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে ওই ধাবার সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি ভোরে ছাড়ে। কোনও গাড়ির ধাক্কায় ওই তরুণের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য দেহটি সিউড়িতে পাঠানো হয়েছে।
|
আধিকারিককে ‘চাপ’ দিয়ে বিভিন্ন প্রকল্পের দরপত্র পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন খোদ রামপুরহাট ১ ব্লকের বিডিও শান্তিরাম গড়াই। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি এই সব অভিযোগ আনেন। শুধু তাই নয়, ২০১১-১২ আর্থিক বছরে মহাত্মা গাঁধী জাতীয় কর্মসংস্থান সুনিশ্চিতকরণ প্রকল্পের আওতায় পঞ্চায়েত সমিতির দেওয়া ৩৪টি ‘অবৈধ’ দরপত্র ও তার ওয়ার্ক অর্ডার বাতিল করে দিয়েছেন শান্তিরামবাবু। এ ব্যাপারে শান্তিরামবাবু বলেন, “মহাত্মা গাঁধী জাতীয় কর্মসংস্থান সুনিশ্চিতকরণ প্রকল্পের কাজ পঞ্চায়েত স্তরে প্রধান ও সদস্যদের করার কথা। কিন্তু পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষেরা এক্তিয়ার বহির্ভুত ভাবে ১০০ দিন প্রকল্পে পঞ্চায়েতের মাধ্যমে ৬০\৪০ অনুপাতে কাজ করাচ্ছিলেন।” অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সমিতির সভাপতি, সিপিএমের রুমকি চট্টোপাধ্যায় দাবি করেন, “বিডি-র ওয়ার্ক অর্ডার ছাড়া কোনও কাজ করা হয়নি।”
|
পুনর্বাসনের দাবিতে তৃণমূল পরিচালিত বোলপুর পুরসভার পুরপ্রধানের কাছে দেখা করলেন জামবুনি বাসস্ট্যান্ড এলাকার অস্থায়ী দোকানদাররা। পুরপ্রধান সুশান্ত ভকত বলেন, “বৃহস্পতিবার তাঁরা এসেছিলেন। আলোচনা করা হবে।” প্রমিলা সাউ, রাজু বিশ্বাস, মানু শেখরা বলেন, “দিন কয়েক আগে পুরসভা থেকে বাসস্ট্যান্ডে ব্যবসাদারদের উচ্ছেদ করার কথা জানিয়ে প্রচার করা হয়। সরকারি নিয়মনীতি মেনে পুনর্বাসনের আর্জি জানিয়েছি।” প্রসঙ্গত, পুরসভার উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় ৪৪টি দোকানের ব্যবস্থা করা হয়েছে।
|
সাসপেন্ড করা হল নলহাটি ১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দেবাশিস ভট্টাচার্যকে। বুধবার তাঁকে চিঠি দেওয়া হয়। বর্তমানে এই ব্লকের দায়িত্ব সামলাবেন নলহাটি দুই ব্লকের আধিকারিক। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দেবাশিসবাবু এক মাস আগে নলহাটি ১ ব্লকে এসেছেন। তার আগে তিনি উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, দেগঙ্গা, মিনাখাঁ ব্লকে কাজ করেছেন। ওই সমস্ত ব্লকে কাজ করার সময়ে তাঁর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ওঠে। দেবাশিসবাবু কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “আমি আইনের দ্বারস্থ হব।”
|
রামপুরহাট ১ পঞ্চায়েত সমিতির আয়াষ অঞ্চল এবং কুশুম্বা, দখলবাটি অঞ্চল এলাকায় বৃহস্পতিবার ভোরে ঝড়ে বেশ কিছু খড়ের চাল উড়ে গিয়েছে। বিডিও শান্তিরাম গড়াই বলেন, “আবেদন পাওয়ার পরে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
|
সংবাদপত্রের উপরে ‘ফতোয়া’ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ময়ূরেশ্বরের রসুলপুর গ্রামীণ গ্রন্থাগারে বিক্ষোভ দেখালেন জেলা কংগ্রেস প্রভাবিত কিষান-খেতমজুর সংগঠনের সদস্যরা। পরে স্মারকলিপি দেন।
|
সারের ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদ-সহ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার সিউড়ি ২ ব্লকের সহকারি কৃষি আধিকারিকের কাছে স্মারকলিপি দিল এসইউসির সারা ভারত কৃষক ও খেত মজুর সংগঠন। তারা বিক্ষোভও দেখায়। কৃষি আধিকারিক নিশীথ মণ্ডল বলেন, “ধান কেনার বিষয়টি বিডিও দেখেন। বাকি দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” এ দিনই সারে ভর্তুকি তুলে দেওয়ার প্রতিবাদ-সহ চার দফা দাবিতে মুরারই ১ ও ২ ব্লকে স্মারকলিপি দিয়েছে তারা। |