দুই নেতাকে ধরায় ক্ষোভ বিজেপি-র |
অভিযোগপত্রে নাম না থাকা সত্ত্বেও তাঁদের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এমনই অভিযোগে কালনা মহকুমা পুলিশের কাছে স্মারকলিপি জমা দিল বিজেপি। তাদের অভিযোগ, সম্প্রতি পূর্বস্থলীর আলুনির মাঠে পূর্ণ ঘোষ নামে এক ব্যক্তি খুন হন। সেই ঘটনায় যে অভিযোগ দায়ের হয় তাতে স্থানীয় বিজেপি নেতা রাম সমাজপতি ও মাজিদা পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ছৈয়ালের নাম ছিল না। তবু পুলিশ তাঁদের গ্রেফতার করে। পাশাপাশি, বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ, ওই খুনের ঘটনার পর থেকে আলুনির মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অনেকে এলাকাছাড়া। ঘটনার পরের দিন থেকে গদাই রাজবংশী নামে এক ব্যক্তি নিখোঁজ। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করা ও নিখোঁজের হদিস পেতে তল্লাশি চালানোর দাবি জানায় বিজেপি। দলের নেতা তাপস দে-র অভিযোগ, “বেছে বেছে আমাদের নেতা-কর্মীদের হয়রান করছে পুলিশ।” মহকুমা পুলিশের তরফে জানানো হয়, অভিযোগ খতিয়ে দেখা হবে।
|
মোটরবাইক পাচার চক্রের হদিস মিলল |
তিনটি মোটরবাইক উদ্ধারের পরে একটি বাইক পাচার চক্রের হদিস মিলেছে বলে দাবি করল কালনা মহকুমার পুলিশ। পুলিশ জানায়, গত ৭ এপ্রিল গাঁজা পাচারের অভিযোগে আশু শেখ ও হারাই শেখ নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে তোলা হলে ধৃতদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশের দাবি, ধৃতদের জেরা করে জানা যায়, তারা মোটরবাইক পাচারের সঙ্গে যুক্ত। তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পূর্বস্থলী থানার পুলিশ তিনটি মোটরবাইক উদ্ধার করে। মহকুমার এক পুলিশকর্তা বলেন, “একটি বাইক পাচার চক্রের হদিস মিলেছে। এই চক্রে যুক্ত কয়েক জনের নাম জানা গিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।”
|
ঠিকাদারের গুদামঘর থেকে জিনিসপত্র চুরি যাওয়ার অভিযোগ উঠল কালনার ধাত্রীগ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধাত্রীগ্রামে রেলের ডবল লাইন তৈরির কাজ চলছে। সেই কাজে নিযুক্ত রঞ্জন গুপ্ত নামে এক ঠিকাদারের গুদামঘর রয়েছে স্টেশনের কাছে। ওই ঠিকাদারের অভিযোগ, বুধবার রাতে তাঁর গুদামঘর থেকে বিদ্যুতের তার-সহ নানা জিনিসপত্র চুরি গিয়েছে। পুলিশ জানায়, ঘটনার সময়ে ঠিকাদার নিযুক্ত নিরাপত্তারক্ষী সেখানে ছিল না বলে জানা গিয়েছে। তদন্ত চলছে।
|
অধ্যক্ষ ঘেরাও বর্ধমানের কলেজে |
প্রাতঃবিভাগের টিচার ইনচার্জকে বরখাস্ত করার দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ-সহ পরিচালন সমিতির চার সদস্যকে ঘেরাও করে টিএমসিপি। তৃণমূল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিজয় পালের অভিযোগ, “ওই টিচার ইনচার্জ প্রদ্যুৎ মাইতি ক্লাসেই রাজনীতি নিয়ে আলোচনা করেন। তৃণমূলকে কটাক্ষ করেন।” প্রদ্যুৎবাবু এই অভিযোগ অস্বীকার করেন। |