টুকরো খবর |
মুখ্যমন্ত্রীর সফরে কড়া নিরাপত্তা |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুর ও বড়জোড়া সফরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হচ্ছে প্রায় ছ’শো পুলিশকর্মী। থাকছে দেড়শো ট্রাফিক পুলিশও। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা ও মহকুমাশাসক (দুর্গাপুর) আয়েষা রানি এ এলাকা পরিদর্শন করে গিয়েছেন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশকর্মীও। শুক্রবার দুর্গাপুরে দু’টি এবং বড়জোড়ায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তিনি থাকছেন ডিএসপি-র অতিথিশালা দুর্গাপুর হাউসে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে প্রথমে মুখ্যমন্ত্রী পলাশডিহায় আরবান হাটের উদ্বোধন করবেন। এর পরে তিনি যাবেন শোভাপুরে নির্মিয়মাণ আইকিউ সিটিতে হাসপাতাল ও স্কুলের শিলান্যাস করতে। সেখান থেকে যাবেন বড়জোড়ায়। সেখানে তিনি একটি কয়লা খনির আনুষ্ঠানিক সূচনা করবেন। বৃহস্পতিবার দুপুর থেকেই জাতীয় সড়ক-সহ অন্য রাস্তার মোড়ে পুলিশকর্মীরা ছিলেন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, প্রায় ছ’শো পুলিশকর্মী ও দেড়শো ট্রাফিক পুলিশ থাকছে। এর আগে জনতাকে ঠেকাতে হিমসিম খেতে হয়েছিল পুলিশকে। এ বার যাতে তার পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সতর্ক থাকা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
|
গাজনে মাতোয়ারা নুনি গ্রাম |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চড়ক ও গাজনের উৎসবে মেতেছে নুনি গ্রামের কপিলেশ্বর মন্দির। বৃহস্পতিবার সকাল থেকেই মন্দির চত্বরে হাজার মানুষের ঢল নামে। শতাধিক বছরের পুরনো এই মন্দির চত্বরে একটি মেলাও বসে। গ্রামবাসী অসিত বন্দ্যোপাধ্যায় জানান, বহু প্রচীন এই মন্দিরে স্থানীয় আচার মেনে মানুষজন বিভিন্ন খেলায় মেতে ওঠেন। খেলা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ভিড় জমান। গাজন উৎসব উপলক্ষে এ বছরও যাত্রা ও বিচিত্রানুষ্ঠানের আসর বসেছে। চড়ক ও গাজন উৎসব এক দিনের হলেও প্রায় তিন দিন পর্যন্ত উৎসবের রেশ থাকে। পুরুলিয়ার কাশিরাজের আমলে তৈরি আসানসোলের চন্দ্রচূড় মন্দিরেও বৃহস্পতিবার নীল উৎসব শুরু হয়েছে। এক রাতের এই উৎসবকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। মন্দির প্রাঙ্গনে সারা রাত ধরে চলে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
|
কাজোড়ায় কয়লা খনিতে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
আইএনটিটিইউসি কাজোড়া এরিয়ার সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা চার্জশিট প্রত্যাহার, ইসিএলের বিদ্যুৎ ব্যবহার করে চলতে থাকা ইটভাটাগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ দখলদারের উচ্ছেদের দাবিতে বৃহস্পতিবার আইএনটিটিইউসি-র নেতৃত্বে কাজোড়া এরিয়ার ১২টি কোলিয়ারিতে ২ ঘণ্টা করে বিক্ষোভ দেখানো হল। সংগঠনের নেতা অরুণ পাত্রের অভিযোগ, পদোন্নতি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগে ২ এপ্রিল তাঁদের এরিয়া সম্পাদক শুভাশীষ সেনগুপ্তের নেতৃত্বে খাসকাজোড়া কোলিয়ারির ১০-১১ নম্বর ইউনিটে বিক্ষোভ দেখানো হয়েছিল। এর পরেই কর্তৃপক্ষ শুভাশিসবাবুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। কাজোড়া এরিয়া কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে।
|
আলোচনাচক্র |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মৎস্যজীবী দিবস উপলক্ষে আলোচনাচক্র আয়োজিত হল। রানিগঞ্জ ব্লক কার্যালয়ের উদ্যোগে এবং জেমারী পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আয়োজিত এই সভায় রাজ্য সরকার ঘোষিত মৎস্যজীবীদের পরিষেবা নিয়ে আলোচনা করা হয়। ১৫০ জনকে পরিচয়পত্র দেওয়া হয়। প্রশিক্ষণ নেওয়া ৭৫ জনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
|
গাড়ি উল্টে জখম তিন পুলিশকর্মী |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুরের কোকওভেন থানার একটি টহলদারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দামোদেরের ক্যানালে পড়ে যায়। বৃহস্পতিবার বিকেলের ঘটনা। গাড়ির ভিতরে থাকা তিন পুলিশকর্মী জখম হন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। ক্রেন নিয়ে গিয়ে পুলিশ গাড়িটি তোলে।
|
ব্যবসায়ী সমিতি |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন হল বৃহস্পতিবার। প্রায় ১১০০ সদস্য বিশিষ্ট এই সংগঠনের নব নির্বাচিত সভাপতি হয়েছেন বিশ্বনাথ রাজ ও সম্পাদক হয়েছেন মহম্মদ আরমান। এছাড়াও ৪২ জনের কার্যকরী সমিতি নির্বাচিত হয়েছে। রূপনারায়ণপুর ব্যবসা প্রতিষ্ঠানগুলির উন্নয়নের সঙ্গে এলাকার উন্নয়নেও সমিতি কাজ করে বলে দাবি।
|
পুড়ে ছাই দোকান |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পুড়ে ছাই হয়ে গেল বরাকর বাজারের দু’টি ফলের দোকান। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। বাসিন্দারা জানান, পলিথিনের ছাউনি দেওয়া ওই দোকানগুলির উপরে বিদ্যুতের তার ছিল। কোনও ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়।
|
কোথায় কী |
কেতুগ্রাম
গাজন উপলক্ষে যাত্রা। রসুই। রাত ৯ টা। উদ্যোগ: তরুণ সঙ্ঘ।
কাটোয়া
গাজন উপলক্ষে চড়ক মেলা। সিঙ্গি। সারাদিন।
পূর্বস্থলী
চিত্র ও মডেল প্রদর্শনী। বিডিও অফিস প্রাঙ্গন। বিকাল সাড়ে ৩ টা। উদ্যোগ: অরণ্য ইনস্টিটিউট অফ আর্ট।
দুর্গাপুর
আরবান হাটের উদ্বোধন।
বারাবনি
ক্রিকেট প্রতিযোগিতা। আছড়া হাইস্কুল মাঠ। দুপুর ১ টা। উদ্যোগ: আছড়া নেতাজি ক্লাব। |
|