সিএবি আয়োজিত ২৯ নম্বর গ্রুপের অনূধ্বর্র্ ১৭ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল দুর্গাপুর ক্রিকেট ক্লাব (ডিসিসি)। বৃহস্পতিবারের খেলায় তারা সাঁকতোড়িয়া সিএ-কে হারায়। এ দিন তারা ৪৫ রানে জয়ী হয়। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৬৫ রান করে ডিসিসি। রাহুলকুমার সিংহ ৫৯, আকাশদীপ ঘোষ ৫১ রান করে। সাঁকতোড়িয়া সিএ জবাবে ব্যাট করতে নেমে ২২০ রানে শেষ হয়ে যায়। ভগৎ বাহাদুর ৫১ রান করে। বিজিত দলের হয়ে প্রদীপ হরি ৪২ রানের বিনিময়ে ৩ টি উইকেট নেন। ম্যাচটি পরিচালনা করেন ভবানীপ্রসাদ মুখোপাধ্যায়, বিপ্লব বসু।
|
আছড়া নেতাজি ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের প্রথম খেলায় বিজয়ী হল চয়নপুর বিবেকানন্দ ক্লাব। আছড়া হাইস্কুল মাঠে তারা সামডি সিসি-কে ৪ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সামডি সিসি সব উইকেট হারিয়ে ৯৮ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় চয়নপুর বিবেকানন্দ ক্লাব। এই মাঠের দ্বিতীয় খেলায় পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব ৫৩ রানে হারায় জেটিএস ক্লাবকে। প্রথমে ব্যাট করে পানুড়িয়া ৯ উইকেট হারিয়ে ১২৯ রান করে। জবাবে জেটিএস-র ইনিংস ৭৬ রানে শেষ হয়ে যায়।
|
নতুন এগরা নারায়ণকুড়ি যুবক সমিতি আয়োজিত প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হল রিলায়েন্স ক্রিকেট ক্লাব। তারা এয়ারসেল ক্রিকেট ক্লাবকে ৭০ রানে হারায়। প্রথমে ব্যাট করে রিলায়েন্স ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে। জবাবে এয়ারসেল ১১০ রানে গুটিয়ে যায়। ফাইনাল এবং প্রতিযোগিতার সেরা হন বিজয়ী দলের কৃত্তিবাস রায়।
|
দাত্তু ফাদকার স্কুল ক্রিকেট থেকে বিদায় নিল বর্ধমান জেলার চ্যাম্পিয়ন ইস্ট ওয়েস্ট মডেল স্কুল। বালুরঘাট স্টেডিয়ামে ওই ম্যাচে তাদের হারায় শিলিগুড়ির চ্যাম্পিয়ন দল। প্রথমে বিজয়ীরা ৪৫ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান করে। ইষ্ট ওয়েস্ট ৩৫ ওভারে ৮২ রান করে। স্কুলের কর্তা সুশান্তকুমার দাস বলেন, “আমাদের ছেলেরা ট্রেনে রিজার্ভেশন পায়নি। বিনা রিজার্ভেশনে একটি ট্রেনে উঠে বালুরঘাটে যাওয়ার চেষ্টা করলে মাঝপথে নামিয়ে দেওয়া হয় তাদের। একেবারে শেষ মুহূর্তে ওরা স্টেডিয়ামে পৌঁছাতে পারে। ক্লান্তির কারণেই ম্যাচ জিততে পারেনি ওরা।
|
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগের শেষ ম্যাচে পুলিশ এসি ৭ উইকেটে হারাল কল্পতরু ক্লাবকে। ৩৫ ওভারে ১১০-৫ রান করে কল্পতরু। ২৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১১১ রান করে পুলিশ। এই ম্যাচের আগেই ‘সুপার সিক্স’ পর্বে অংশগ্রহণকারী দলের তালিকা নির্ধারিত হয়ে যায়। ১৭ এপ্রিল থেকে ওই পর্বে খেলা শুরু হবে আদিত্য স্মৃতি সংঘ ও ন্যাশন্যাল স্পোর্টিং ক্লাবের ম্যাচ দিয়ে। ‘সুপর সিক্সে’র অন্য দলগুলির মধ্যে রয়েছে সুব্রত স্ম্ৃতি সঙ্ঘ, আরএইউসি, জাতীয় সঙ্ঘ ও নেতাজি সঙ্ঘ।
|
নতুন এগরা নারায়ণকুড়ি যুবক সমিতি আয়োজিত প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হল রিলায়েন্স ক্রিকেট ক্লাব। তারা এয়ারসেল ক্রিকেট ক্লাবকে ৭০ রানে হারায়। প্রথমে ব্যাট করে রিলায়েন্স ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে। জবাবে এয়ারসেল ১১০ রানে গুটিয়ে যায়। ফাইনাল এবং প্রতিযোগিতার সেরা হন বিজয়ী দলের কৃত্তিবাস রায়। |