অনিয়মের অভিযোগ
ত্তর দিনাজপুর জেলায় রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুৎ যোজনা প্রকল্প রূপায়ণের কাজে একাধিক অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। মঙ্গলবার দুপুরে সংগঠনের কয়েকশো সদস্য রায়গঞ্জের সুপার মার্কেট এলাকায় প্রকল্পের রূপায়ণকারী সংস্থা এনটিপিসি’র দফতর ঘেরাও করেন। এনটিপিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজারকে স্মারকলিপিও দেওয়া হয়। কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এনটিপিসি’র ডেপুটি জেনারেল ম্যনেজার নিখিল পাল বলেন, “সংগঠনের অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” ২০০৭ সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকার ১৪৪ কোটি টাকা খরচে জেলায় রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুত যোজনার অনুমোদন দেয়। সেই সময় গোয়ালপোখর ব্লকে প্রকল্পের সূচনা করেন তৎকালীন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী সুশীলকুমার সিন্ধে। জেলার ৯টি ব্লকে ৯৮টি পঞ্চায়েত এলাকার ১৩৪২টি মৌজায় বিদ্যুদয়নের কাজ হওয়ার কথা। বিদ্যুদয়নের কাজে কেন্দ্রীয় সরকার কয়েক দফায় প্রায় ৯০ হাজার বিদ্যুতের খুঁটি বরাদ্দ করে। ২০১০ সালের ডিসেম্বর মাসের মধ্যে ওই প্রকল্পে বিদ্যুদয়নের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় সরকার। ওই প্রকল্পে জেলার ১৩৪২ মৌজার বিপিএল তালিকাভুক্ত পরিবারকে বিনে পয়সায় বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, এপিএল তালিকাভুক্ত পরিবারকে ৩৭৯ টাকার বিনিময়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে বলেও কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়। আইএনটিটিইউসি’র অভিযোগ, প্রকল্প রূপায়ণের নির্ধারিত সময়সীমার প্রায় দেড় বছর গড়াতে চললেও এখনও পর্যন্ত ৭০০ মৌজায় বিদ্যুদয়নের কাজ শেষ হয়েছে। গোয়ালপোখর, ইসলামপুর ও চাকুলিয়া ব্লকে ৩০ শতাংশের বেশি কাজ হয়নি। জেলার ১ লক্ষ বিপিএল তালিকাভুক্ত পরিবারকে বিদ্যুতের সংযোগ দেওয়া যায়নি। সংগঠনের অভিযোগ, প্রকল্পে ৫০ শতাংশ বিদ্যুদয়নের কাজ শেষ হওয়ার আগেই এনটিপিসি কর্তৃপক্ষের পরিকল্পনার গলদের জেরে বরাদ্দ টাকা শেষ হয়ে গিয়েছে। রায়গঞ্জের একটি কারখানা থেকে বিদ্যুতের খুঁটি কেনার সরকারি নির্দেশ থাকলেও এনটিপিসি কর্তৃপক্ষ সম্প্রতি বিহার, ঝাড়খন্ড-সহ বিভিন্ন রাজ্য থেকে প্রতিটি খুঁটি ৩৫০-৪০০ টাকা করে বেশি দাম দিয়ে কিনছেন। তাতে সরকারি টাকার অপচয় হওয়ার পাশাপাশি রায়গঞ্জের ওই কারখানাও রুগণ হয়ে পড়ছে। আইএনটিটিইউসির জেলা সভাপতি অরিন্দম সরকার বলেন, “কেন্দ্রীয় সরকার, মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কর্তাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। সরকারি নিয়ম মেনে রায়গঞ্জের ওই কারখানা থেকে বিদ্যুতের খুঁটি কিনে বিদ্যুদয়ন করতে হবে। না-হলে এনটিপিসি’র দফতর অচল করে দেওয়া হবে।” প্রকল্পের জেলা কোঅর্ডিনেটর তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দের অভিযোগ, “পূর্বতন রাজ্য সরকার সময় মতো কেন্দ্রীয় সরকারকে বিদ্যুদায়নের কাজের অগ্রগতির প্রজেক্ট রিপোর্ট জমা দেয়নি। নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুদয়ন শেষ করা যায়নি।”তাঁর দাবি, রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত সমস্ত বিষয়টি রাজ্য সরকার ও কেন্দ্রকে জানিয়েছেন। পাশাপাশি, বিদ্যুতের খুঁটি রায়গঞ্জের কারখানা থেকে না কেনার যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা বামফ্রন্ট সচিব অপূর্ব পাল অভিযোগ করেন, জন প্রতিনিধিরা কেন্দ্রীয় ও রাজ্যের সঙ্গে সমন্বয় রাখতে পারেনি বলেই নির্ধারিত সময়ে ওই প্রকল্পের বিদ্যুদয়নের কাজ শেষ করা হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.