দার্জিলিং জেলা আদালতে ফের সিবিআই কোর্ট চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন পাহাড়ের আইনজীবীরা। দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং আদালতের ওই আইনজীবীরা মঙ্গলবার থেকে দু’দিনের কর্মবিরতিতে নেমেছেন। ওই আন্দোলনের জেরে বিপাকে পড়েছেন বিচারপ্রার্থীরা। ওই আন্দোলনের জেরে এদিন পাহাড়ের কোনও আদালতেই স্বাভাবিক কাজকর্ম হয়নি। শুনানি হয়নি বেশ কিছু মামলার। কলকাতা হাইকোর্ট শিলিগুড়িতে ইনডোর স্টেডিয়াম লাগোয়া একটি সরকারি ভবনে ওই আদালত চালুর পরিকল্পনা নিয়েছে। প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে ভবনটি সাজান হয়েছে। গত ১৭ মার্চ সেটির উদ্বোধনের সূচি ঘোষণা করা হলেও পাহাড়ের আইনজীবীদের ওই আন্দোলনের জেরে তা স্থগিত রাখা হয়েছে। দার্জিলিং বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সাল পর্যন্ত দার্জিলিঙেই ওই আদালত ছিল। পরে তা কলকাতায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি হাইকোর্ট শিলিগুড়িতে ওই কোর্ট চালুর পরিকল্পনা নেয়। তার পরেই আন্দোলনে নামেন পাহাড়ের আইনজীবীরা। দার্জিলিং জেলা আদালতে চত্বরেই সিবিআই কোর্ট চালুর দাবিতে কাল, বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল যাচ্ছেন কলকাতায়। দার্জিলিং বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শেষমণি গুরুঙ্গ বলেন, “হঠাৎ কী এমন হল যে সিবিআই আদালত শিলিগুড়িতে সরিয়ে নিয়ে যেতে হবে? আইনজীবীদের একটি প্রতিনিধি দল হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে দার্জিলিং জেলা আদালতে সিবিআই কোর্ট চালুর দাবি জানাবে। ওই বৈঠকের পরে আন্দোলনের পরবর্তী সূচি ঠিক করা হবে।” শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ রায় বলেন, “হাইকোর্ট শিলিগুড়িতেই সিবিআই কোর্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই শিলিগুড়িতে কোর্ট চালু করা হোক।”
দুর্ঘটনায় মৃত্যু। মাটি বোঝাই একটি ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বধির যুবকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ধুবুরি জেলার চাপড় থানার ফলিমারি গ্রামে। মৃত ওই যুবকের নাম জিয়ার রহমান (২৫)। তাঁর বাড়ি ওই গ্রামেই। |