নতুন ভবন তৈরির জন্য শিলিগুড়ি আদালতের ফাস্ট ট্র্যাক থার্ড কোর্ট এবং সিভিল জাজ জুনিয়র ডিভিশন আদালত সরিয়ে দেওয়া হয়েছে বার অ্যাসোসিয়েশনের একটি ঘরে। গত ১৩ মার্চ অস্থায়ী ঘরে আদালত চালু হয়। এখনও ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টে বিদ্যুতের ব্যবস্থা না-হওয়ায় বিপাকে পড়েছেন আদালতের কর্মী এবং বিচার প্রার্থীরা বিপাকে পড়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের ব্যবস্থার জন্য পূর্ত দফতরে আবেদন জানানো হয়েছে। পূর্ত দফতর থেকে বিদ্যুতের ব্যবস্থা করার আশ্বাসও দেওয়া হয়েছে। তার পরেও কোনও কাজ না-হওয়ায় গরমে নাজেহাল বিচার প্রার্থী এবং আদালত কর্মীরা। ক্ষুব্ধ বার অ্যাসোসিয়েশনের কর্মীরাও। বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ মিত্রুকা বলেন, “বিদ্যুতের ব্যবস্থা না-হওয়ায় সমস্যা হচ্ছে। আজই জেলা বিচারককে সমস্যার কথা জানানো হয়েছে। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।” আদালত সূত্রে জানা গিয়েছে, পুরানো যে ভবনে ফাস্ট ট্র্যাক থার্ড কোর্ট এবং সিভিল জাজ জুনিয়র ডিভিশন আদালত এবং নেজারত অফিস ছিল সেখানে পাঁচতলা ভবন তৈরি হবে। নিচতলায় পার্কিং ছাড়া চারতলা ভবনে বিভিন্ন আদালত তৈরি করা হবে। থাকবে লিফটও। এই ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সম্প্রতি জেলা বিচারকের নির্দেশে পুরানো ভবন থেকে আদালত সরানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশ লকআপের উপরে তৈরি নতুন ঘরে নেজারত অফিস সরিয়ে দেওয়া হয়। বার অ্যাসোসিয়েশনের দোতালার একটি ঘরে সরিয়ে দেওয়া হয় ওই দুটি কোর্ট। সিভিল জজ জুনিয়র ডিভিশনে অস্থায়ী ভাবে বিদ্যুতের ব্যবস্থা করা হলেও ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টে সেই ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। ওই আদালতের এখন কোনও বিচারক না-থাকলেও কর্মীরা রয়েছেন। মামলার খোঁজে আইনজীবী এবং বিচার প্রার্থীরাও যাচ্ছেন। অন্ধকারে, গরমে নাজেহাল হচ্ছেন তাঁরা। |