|
|
|
|
আজ বিশ্ব পুতুল দিবস |
ঝাড়গ্রামে মূক-বধিরদের পাপেট-শো |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
পাখির কলতান, ভ্রমরের গুঞ্জন কী--তা ওরা জানে না। ঝড়ের আওয়াজ কেমন তা জানা নেই প্রদীপ-অনির্বাণ-রমলাদের। তবে গোলাপ-জুঁইয়ের সুগন্ধ শ্বাস ভরে নিতে জানে ওরা। বাগানে উড়ে বেড়ানো রঙিন-রঙিন প্রজাপতি দেখে খিলখিলিয়ে হাততালি দেয় লক্ষ্মী-মার্শাল-সায়ক। কিন্তু নিজেদের ছোট ছোট আনন্দ আর নিঃসীম বেদনার অভিব্যক্তি প্রকাশ করার ‘মুখের ভাষা’ নেই ওদের। আজ, বুধবার ২১ মার্চ ‘বিশ্ব পুতুল দিবসে’র সারাদিনটা অনির্বাণ-রমলা-সায়কদের মতো মূক-বধির কিশোর-কিশোরীদের জন্যই ধার্য করেছে ‘ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি’। ঝাড়গ্রাম শহরের অদূরে সেবায়তনে মূক-বধির শিশু, কিশোর-কিশোরীদের জন্য আবাসিক ‘কল্যাণকেন্দ্র’ প্রাঙ্গণে আর্ট অ্যাকাডেমির উদ্যোগে ‘পুতুল তৈরির আসর’ বসছে। এ দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানে মূক ও বধির কিশোর-কিশোরীদের পুতুল তৈরি শেখানো হবে। সবশেষে অনির্বাণ-রমলা-লক্ষ্মী-মার্শালদের তৈরি পুতুল দিয়েই ‘সবুজের স্বপ্ন’ নামে একটি পুতুল-নাটকও মঞ্চস্থ করা হবে। আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র জানালেন, প্রদীপ-অনির্বাণ-রমলাদের যেহেতু শ্রবণ-ক্ষমতা নেই, সে কারণে পাপেট-শোটিতে কোনও সংলাপ বা আহবসঙ্গীত থাকবে না। প্রকৃতি, পাখি, পতঙ্গ ও বন্যপ্রাণের অস্তিত্বের সঙ্কট নিয়ে নির্বাক ওই পুতুল নাটকের বিষয়বস্তুটি একান্ত ভাবেই সঞ্জীববাবুদের নিজস্ব ভাবনা-প্রসূত। ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি প্রযোজিত এ পর্যন্ত পুতুল-নাটকের সংখ্যা ১১। দ্বাদশতম পুতুল নাটকটির জন্য এই প্রথমবার মূক ও বধিরেরা পুতুল তৈরির পাশাপাশি বুধবার পাপেট পরিচালনাও করবে। |
|
|
|
|
|