|
|
|
|
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আজ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আজ, বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-সংসদ নির্বাচন। এ বার মনোনয়ন-পর্ব নির্বিঘ্নেই মিটেছে। অন্তত ক্যাম্পাসের মধ্যে তেমন কোনও গোলমাল হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, ছাত্র-সংসদ নির্বাচনও সুষ্ঠু ভাবে হবে। এ জন্য সকলেই সহযোগিতা করবেন। নির্বাচন ঘিরে অনভিপ্রেত ঘটনা এড়াতে অবশ্য বুধবার ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।
এই প্রথম ছাত্র সংসদ নির্বাচনে ‘এগিয়ে’ রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। বেশকিছু আসনে তাদের কর্মী-সমর্থকেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে জিতেও গিয়েছেন। ১৪১টি আসনের মধ্যে ভোট হবে মাত্রই ৬৫টি আসনে। ছাত্র সংসদের ১১টি আসনে ডান-বাম, কোনও সংগঠনই প্রার্থী দিতে পারেনি বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। ফলে ওই আসনগুলিতে ভোট হচ্ছেই না। ৬৫টি আসনের মধ্যে ৫১টি আসনে প্রার্থী থাকলেও নির্বাচন বয়কট করার ডাক দিয়েছে এসএফআই। ইতিমধ্যে ছাত্রছাত্রীদের কাছেও সেই আবেদন পৌঁছনো হয়েছে। কেন এই সিদ্ধান্ত? এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডার বক্তব্য, “সন্ত্রাসের আবহে ছাত্র-সংসদ নির্বাচন হচ্ছে। মনোনয়ন-পর্বে কর্মী-সমর্থকদের নানা ভাবে ভয় দেখানো হয়েছে।” গত বছর অবশ্য এই একই অভিযোগ তুলে নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল টিএমসিপি। এ বার এসএফআইয়ের অভিযোগ উড়িয়ে টিএমসিপি-র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি শিবরাম বেরার দাবি, “অধিকাংশ আসনে প্রার্থী খুঁজে না-পেয়েই এমন মিথ্যে অভিযোগ করা হচ্ছে।” ভোট বয়কটের ডাক দিয়ে এসএফআই ‘সম্মুখসমরে’ না-থাকায় নির্বাচন ঘিরে তেমন উত্তেজনা নেই বিশ্ববিদ্যালয়ে। |
|
|
|
|
|