হাতে আর দিন পনেরো। এবং আসন্ন আইপিএলকে জমকালো করে তুলতে বোর্ডের সঙ্গে নেমে পড়ল কলকাতা নাইট রাইডার্সও।
ভারতীয় বোর্ড আগামী ৩ এপ্রিল চেন্নাইয়ে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে হাজির করছে আমেরিকান পপ তারকা কেটি পেরি-কে। থাকছেন অমিতাভ বচ্চন, প্রিয়ঙ্কা চোপড়া, সলমন খানরা। নাইটরা আবার চেষ্টা চালাচ্ছে প্রথম বারের জন্য ইডেনে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা রাখার। আগামী ৫ এপ্রিল, দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ইডেনে প্রথম ম্যাচ নাইটদের। তার আগে ছোটখাটো অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছে। যেখানে নাইট মালিক শাহরুখ খানের সঙ্গে থাকার কথা আরও কিছু বলিউড তারকার। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল এ দিন এক বিবৃতির মাধ্যমে বলে দেন, “আইপিএলকে ঘিরে উন্মাদনা বাড়াতে কেটি পেরিকে আমরা আনছি। উনি পারফর্ম করবেন।” তার কিছুক্ষণ পরই আবার কলকাতা পুলিশের সঙ্গে বৈঠকে অনুষ্ঠানের জন্য অনুমতি চাওয়া হল নাইট কর্তৃপক্ষ থেকে। জানা গেল, ইডেনের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডি নাচগানের সঙ্গে বাংলার সংস্কৃতিও মেশানো হবে। তুলে আনা হবে বাংলার ছৌ নাচ। ম্যাচের আগে আধ ঘণ্টা সময় চাওয়া হয়েছে অনুষ্ঠানের জন্য। যেখানে অলিম্পিকের আদলে স্টেডিয়াম জুড়ে উড়বে হিলিয়াম বেলুন। আপাতত পাঁচটা বিশালাকার বেলুন রাখার কথা হয়েছে। সেখানে কিছু অনুষ্ঠানও হওয়ার কথা। কিন্তু পুরোটাই পুলিশের অনুমতিসাপেক্ষ। সমস্যা থাকছে আইপিএলের সময় ইডেনে সাউন্ডবক্স ব্যবহার করা নিয়েও। পুলিশ জানিয়েছে, উদ্যোক্তাদের এ ব্যাপারে অনুমতি নিতে হবে পরিবেশ দফতর বা হাইকোর্টের কাছ থেকে। কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (সদর) জাভেদ শামিম এ দিন বলেন, “অন্যান্য বারের মতো এ বারও আইপিএল সুষ্ঠু ভাবেই আমরা করতে চাই।” এ দিকে বাংলা থেকে প্রথম আইপিএলের আম্পায়ার নির্বাচিত হলেন প্রেমদীপ চট্টোপাধ্যায়। |