আইপিএল ফাইভের রোশনাই শুরুর মুখে অন্ধকারে আইপিএলের অন্যতম প্রতিষ্ঠাতা ললিত মোদী। লন্ডনের একটি আদালত এ দিন ঘোষণা করে দিয়েছে, মোদী দেউলিয়া।
লন্ডনের অন্যতম প্রধান দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’-এর খবর, পেজ গ্রুপ নামক একটি বেসরকারি সংস্থাকে তাদের প্রাপ্য টাকা দিতে পারেননি মোদী। সেই সংস্থা মোদীর বিরুদ্ধে মামলা করায় টাকা দিতে না পারার জন্য তাঁকে দেউলিয়া ঘোষণা করে আদালত। ২০১০ সালে মোদীর হয়ে কাজ করার জন্য তাঁর কাছ থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩ লাখ টাকা পায় ওই সংস্থা। গত মাসেই মোদীকে বকেয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় লন্ডন আদালতের পক্ষ থেকে। মোদী যদিও বলছেন, “আদালতের নির্দেশ পাওয়ার আগে পর্যন্ত আমি জানতামই না যে কারও কাছে আমার টাকা বকেয়া আছে। এর আগে এ রকম কোনও নির্দেশও আমার চোখে পড়েনি।” সঙ্গে যোগ করেছেন, “ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার পরেই আমি প্রস্তাব দিই, একটা ফয়সলা না হওয়া পর্যন্ত বকেয়া টাকা আমি আদালতের কাছে গচ্ছিত রাখব। কিন্তু কোনও কারণে সংশ্লিষ্ট সংস্থা সেই প্রস্তাবে রাজি হয়নি।”
প্রাক্তন আইপিএল চেয়ারম্যান জানিয়েছেন, পেজ গ্রুপের পক্ষ থেকে গোটা ব্যাপারটাই সাজানো হয়েছে নিজেদের নাম প্রচারে আনার জন্য। সংস্থার চেয়ারম্যান স্টুয়ার্ট পেজের ব্যাখ্যা, “ব্যাপারটা যে এই পরিস্থিতিতে এসে পৌঁছেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু মোদী আমাদের সামনে অন্য কোনও রাস্তা খোলা রাখেননি।” সঙ্গে যোগ করেছেন, “মোদী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে নানা রকম হুমকি আসত। সেই সময় একাধিক বার আমাদের সংস্থা ওঁদের নিরাপত্তার ব্যবস্থা করে। পরে আমরা অনেক রসিদ পাঠালেও কোনও টাকা পাইনি।” পেজ আরও বলেছেন, “মোদীর সঙ্গে রফায় আসার নানা রকম চেষ্টা করেও কোনও ফল হয়নি। তাই আমরা আদালতে যেতে বাধ্য হয়েছি।”
লন্ডনের আদালতে কয়েক দিনের মধ্যেই মামলার শুনানি হবে। “গোটা ব্যাপারটাই সবার সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। ভাবতে বাধ্য হচ্ছি যে আমার নামের সঙ্গে নিজেদের জড়িয়ে ওই সংস্থা প্রচারে আসার জন্যই এটা করছে। আদালত যে নির্দেশ দিয়েছে আমি দেউলিয়া, সেটাও হাস্যকর,” বলছেন মোদী। |