জাতীয় দলে ভাইচুং ভুটিয়ার প্রত্যাবর্তন নিয়ে করিম বেঞ্চারিফা জোর সওয়াল করলেও, মোহনবাগান টিডি সুব্রত ভট্টাচার্যের গলায় বিস্ফোরণ। মঙ্গলবার অনুশীলনের পরে সুব্রত সরাসরি তোপ দাগলেন, “ভাইচুং ভুটিয়ার আরও দশ বছর আগে জাতীয় দল থেকে সরে যাওয়া উচিত ছিল। ও যখন শুরু করেছে তখন ভারত ফিফায় ছিল ১১২। যখন ছাড়ল ১৬৩।” সুব্রতর মন্তব্য, “ফেডারেশন সব সময়ই কোনও নির্দিষ্ট ফুটবলারকে বাড়তি সুবিধা দিয়েছে। সিকিমে ক্লাব করবে, শিলিগুড়িতে অ্যাকাডেমি গড়বে, সবেতেই ভাইচুং সুবিধা পাবে। সেখানে আমরা তো অ্যাকাডেমি করতে চাইলেও অনুমতি পাই না। এ সব পক্ষপাতপূর্ণ মনোভাবই ভারতীয় ফুটবলকে আরও অন্ধকারে ঠেলে দিয়েছে। প্রকৃত প্রতিভারা ভুগছে।”
ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে করিম বেঞ্চারিফার স্বপ্ন দেখার কথা শুনেও বিরক্ত সুব্রত। বললেন, “করিম বেঞ্চারিফার সাফল্য কী? ভারতীয় ফুটবল সম্পর্কে অজ্ঞ। ফোকটে রোজগার করে চলে যাচ্ছে। ওকে নিয়ে আমাদের কিছু ক্লাব কর্তারা যা মাতামাতি করছে, তা নিয়ে তো প্রদীপদা আর অমল দা-র পদ্মভূষণ পাওয়া উচিত ছিল। একটা লোক মোহনবাগানে থাকার সময় গালাগাল করছে। আবার গোয়ায় গিয়েই উল্টো কথা বলছে। নিশ্চয়ই কোনও উদ্দেশ্য নিয়ে এ সব কথা বলছে। আমি বুঝতে পারছি না, বিদেশি কোচই যদি আনতে হয়, তা হলে হাউটনকে তাড়ানো হল কেন?”
প্রায় দেড় মাস পরে বুধবার কলকাতা লিগে এরিয়ানের বিরুদ্ধে নামছে মোহনবাগান। ব্যারেটো, ওডাফা, সুনীলরা সবাই খেলবেন বলে ঠিক আছে। কিন্তু এ দিন ম্যাচ নিয়ে যাবতীয় ভাবনা-চিন্তা ড্রেসিংরুমেই সীমাবদ্ধ রেখে মাঠে নেমেছিলেন মোহন টিডি। কোনও ম্যাচ প্র্যাক্টিসও করালেন না। সামান্য সেট পিস আর হাল্কা স্ট্রেচিং করিয়েই উঠে পড়লেন সুব্রত। ব্যারেটো এসেছিলেন, মাঠে নামেননি। তবে কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের দাবি, “ব্যারেটো শুরু থেকেই খেলবে। লিমা, জুয়েল আর সৌরভকে ছাড়া সবাইকেই বুধবারের ম্যাচে পাব।” উল্টো দিকে, এরিয়ানের অবস্থা খুব খারাপ। কোনও বিদেশি নেই। অর্ধেক ফুটবলারদের ছেড়ে দেওয়া হয়েছে। কোচ রঘু নন্দী বলছিলেন, “বিদেশি নেই। গোলকিপারেরও চোট। কালকের ম্যাচে তরুণ বাঙালি-ব্রিগেডই আমার ভরসা।”
কলকাতা লিগের এখন যা অবস্থা, তাতে ইস্টবেঙ্গলের দিকেই পাল্লা ভারী বেশি। টালিগঞ্জ নাম তুলে নেওয়ায় আরও সুবিধায় মর্গ্যানের দল। যদিও হাল ছাড়তে চাইছেন না ব্যারেটো। বললেন, “ইস্টবেঙ্গলের সুবিধা হলেও, আমরা দু’টো ম্যাচই জিততে চাই। ফুটবলে আগে থেকে কিছু বলা খুব কঠিন। তবে আই লিগের আগে এই ম্যাচটা আমাদের কাছে খুব জরুরি।” |