বাড়িতে নিমন্ত্রণ করে শুধু তাঁকে উপমহাদেশের গর্ব আখ্যা দেওয়া নয়। সচিন তেন্ডুলকরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ চমকে দিয়েছেন তাঁর ক্রিকেট নিয়ে খোঁজখবর রাখার অভ্যাস দেখে। আন্তরিক ভাবে তাঁকে শততম সেঞ্চুরির জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী সচিনের সঙ্গে সাধারণ ভাবে ক্রিকেট নিয়েও আলোচনা করেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা হয়।
প্রয়াত টাইগার পটৌডির সঙ্গে তাঁর সাক্ষাতের কথাও বলেন শেখ হাসিনা। সেই সাক্ষাতে বাংলাদেশের ক্রিকেট নিয়েও তাঁদের কথা হয়। বলেন, পটৌডি তাঁকে উপদেশ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলাদেশের ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে নিয়ে আসার জন্য। বাংলাদেশে ভীষণ জনপ্রিয় সৌরভ। তাঁকে উপদেষ্টা করে আনলে বাংলাদেশের ক্রিকেট উপকৃতই হবে বলে পটৌডির মনে হয়েছিল। প্রসঙ্গত, সৌরভকে এক বার বাংলাদেশের ব্যাটিং-পরামর্শদাতা করে আনার চেষ্টা হয়েছিল। তখন সৌরভ সময় বের করতে পারেননি।
মঙ্গলবার বাংলাদেশের ক্রিকেটে সবথেকে ঐতিহাসিক রাত আসার পর আবার সেই উদ্যোগ নিয়ে ভাবা হবে কি না সেটা দেখার। যদিও সৌরভ এখন কমেন্ট্রি এবং আইপিএল খেলা নিয়ে ব্যস্ত থাকবেন। তবে এশিয়া কাপ ফাইনালে ওঠা যে বাংলাদেশের ক্রিকেট-স্বপ্নকে আবার জাগিয়ে তুলেছে সেটা মঙ্গলবার রাতেই ভাল মতো টের পাওয়া গেল। সাকিব-আল-হাসানরা মীরপুরের মাঠ থেকে বেরোতেই পারছিলেন না রাস্তায় এমন উৎসব শুরু হয়ে যায়। হোটেলে পৌঁছতে পৌঁছতে রাত একটা হয়ে যায়। তখনও হোটেলের সামনে অসংখ্য মানুষ ভিড় করে দাঁড়িয়ে।
এ রকম একটা রাত উপহার দেওয়ার পিছনে সবথেকে বড় ভূমিকা যে দু’জনের তাঁরাও সচিনের ক্রিকেট পরামর্শে উপকৃত। তামিম ইকবাল এবং সাকিব-আল-হাসান। ঢাকার এক ব্যবসায়ী বন্ধুর বাড়িতে নৈশভোজে সচিনের সঙ্গে দেখা হয়েছিল সাকিব এবং তামিমের। সচিনকে হাতের সামনে পেয়ে তখনই ক্রিকেট-পরামর্শ নিয়ে নেন তাঁরা। তামিমকে যেমন সচিন বলেছিলেন, কাগজ পড়ো না। টিভি দেখো না। নিজের খেলাটা খেলে যাও মন দিয়ে। আগে তামিম খুব আক্রমণাত্মক ব্যাটিং করতেন। সচিন তাঁকে বলেন, অহেতুক আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিসর্জন দিয়ে এসো না। বোলারকে তোমার উইকেটটা কষ্ট করে তুলতে দাও। দেখা যাচ্ছে এশিয়া কাপে তামিম তাঁর ব্যাটিংয়ের ধরন অনেকটাই পাল্টে ফেলেছেন। ধুমধাড়াক্কা চালাচ্ছেন না। ধরে ধরে খেলছেন। এশিয়া কাপে তিনিই বাংলাদেশের সবথেকে সফল ব্যাটসম্যান। সচিনকে হয়তো ফাইনাল না খেলেই ফিরে যেতে হচ্ছে। কিন্তু তাঁর অমূল্য ক্রিকেট পরামর্শ থেকে যাচ্ছে তামিম, সাকিবদের কাছে। |