দারুণ হইচই করে শুরু হয়েছিল। শোরগোল ফেলে দিয়েছিল সারা ফুটবল বিশ্বে।
এ বার নীরবেই অপমৃত্যু ঘটতে চলেছে প্রিমিয়ার লিগ সকারের।
এ এফ সি চ্যালেঞ্জ কাপে ব্যর্থতার পরে ভারতীয় ফুটবলে আর এক লজ্জা।
আই এফ এ-র বড় কর্তাদের ব্যর্থতায় চুনকালি পড়ল কলকাতা ফুটবলে। চুপিসারে আগের ঘোষণা থেকে সরে এসে আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় চিঠি দিয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেঅগস্টের আগে পি এল এস করা আর সম্ভব নয়।
ফুটবল বিশ্বে আগে যা হয়নি, সেই দৃশ্য দেখা গেছিল পি এল এস ঘিরে। কানাভারো, ক্রেস্পোদের নিলাম হয়ে গেছিল সাড়া ফেলে। জেলার দলগুলো জার্সি তৈরি থেকে শুরু করে অনেক কাজ করে ফেলেছিল। তার পরেও কেন আই এফ এ সচিব কিছুই করতে পারলেন না, তা নিয়ে ময়দান সরগরম। ফুটবল মহলে যে ব্যাখ্যা উঠে আসছে, তাতে সচিবই কাঠগড়ায়। ঢিলেঢালা মেজাজে কাজ করে প্রথম দিকে তিনি অনেক দেরি করে ফেলেছিলেন। পরের দিকে রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে চটিয়ে ফেলেন। তাঁর সঙ্গে বৈঠকেই বসতে পারেননি পি এল এস নিয়ে। ফলে জেলা সংক্রান্ত জট খোলেনি। আই এফ এ এবং এ আই এফ এফ ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত কিছু করতে পারেননি।
পি এল এস নিয়ে আই এফ এ সচিবকে আরও চাপে ফেলে দেন মোহনবাগান, ইস্টবেঙ্গল কর্তারা। দুই প্রধানের অনেক কর্তার ধারণা, পি এল এস হলে মোহন-ইস্টবেঙ্গলের জনপ্রিয়তায় থাবা বসাবে। ক্ষতি হবে দুই ক্লাবের। পি এল এসের বিরুদ্ধে তাঁরাও সোচ্চার হন। আই এফ এ কর্তারা তা মেনেও নেন। ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে আই এফ এ আর এগোয়ইনি।
সরকারি ভাবে আই এফ এ-র বড় কর্তারা এখনও বলছেন, অগস্টের পরে পি এল এস হতেই পারে। কিন্তু সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের কর্তারা যা ধাক্কা খেয়েছেন, তাতে বাংলায় টুর্নামেন্ট করা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। পুজোর আগে বাংলায় টুর্নামেন্ট করা নিয়ে নানা সমস্যা। সব মিলিয়ে অক্টোবর-নভেম্বরেও টুর্নামেন্ট করা কঠিন এখন। ক্রেস্পো, কানাভারো, ফাউলারদের আর টুর্নামেন্টে পাওয়াই যাবে কি না, সেটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন আছে।
আই এফ এ, ক্রীড়া মন্ত্রক, দুই প্রধানএত প্রতিকূলতা দেখার পরে সি এম জি কর্তারা ভাবতে শুরু করেছেন, বাংলায় আদৌ টুর্নামেন্ট করা উচিত কি না। এর আগে ভিন রাজ্যের অনেক কর্তাই আগ্রহ দেখিয়েছিলেন টুর্নামেন্ট করতে। অনেক রাজ্যে রাজনৈতিক চাপ নেই, ক্রীড়া দফতরের টানাপোড়েন নেই, মোহন-ইস্ট কর্তাদের প্রতিরোধ নেই। ফলে পি এল এস আদৌ হলে সেটা বাংলায় হবে কি না, সেই প্রশ্ন নিয়েই এখন বড় কৌতূহল। |