টুকরো খবর
নারী পাচারের অভিযোগে ধৃত
নারী পাচার চক্রে ‘যুক্ত’ থাকার অভিযোগে সোমবার এক ব্যক্তিকে গ্রেফতার করল কাটোয়া রেল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম রাজু শেখ ওরফে কোরবান শেখ। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার প্রসাদপুর গ্রামে। মঙ্গলবার ধৃতকে কাটোয়া এসিজেএম আদালতে তোলা হলে বিচারক অঞ্জন কুমার সরকার ১৪ দিন তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর বীরভূমের পাথরচাপড়ি মেলায় রাজুর সঙ্গে কাটোয়ার কাছে পানুহাটের বাসিন্দা এক মা ও মেয়ের আলাপ হয়। অভিযোগ, সেলাইয়ের কাজ দেওয়ার নাম করে কাশ্মীরে নিয়ে গিয়ে তাঁদের বিক্রি করে দেয় রাজু। পরে ওই এলাকার এক বাঙালি মহিলার সাহায্যে তাঁরা পালিয়ে আসেন। তারপর থেকে নদিয়ার কালীগঞ্জ থানার ছুটিপুর গ্রামে ছিলেন তাঁরা। সোমবার অগ্রদ্বীপ মেলায় যাওয়ার উদ্দেশে কাটোয়া স্টেশনে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন তাঁরা। সেখানে রাজুকে দেখতে পেয়ে হাতেনাতে পাকড়াও করেন তাকে। অন্যান্য যাত্রীরা রেলপুলিশকে খবর দিলে পুলিশ এসে গ্রেফতার করে তাকে। আদালতে দাঁড়িয়ে ওই দুই মহিলা বলেন, “শুধু আমাদের নয়, অনেক মহিলার ক্ষতি করেছে রাজু।” পুলিশ জানায়, বছর কয়েক আগে শহরের কাটোয়া পাড়ার একজনকে বিয়ে করছিল রাজু। অন্ত:সত্ত্বা অবস্থায় তাকে ফেলে চলে পালিয়ে যায় সে। এ দিন সেই মহিলা ও তার পরিবারের লোকজনও আদালতে এসে রাজুর শাস্তি দাবি করেন।

জাপটে নতুন জলপ্রকল্প চালু
ভূগর্ভস্থ নলবাহী জলপ্রকল্পের উদ্বোধন হল মঙ্গলবার কালনা পুরসভার জাপটে। মঙ্গলবার প্রকল্পটির উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। নলকূপের জলের বেগ কমে গিয়েছে।এই সমন্যার সমাধানের জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছেন। আগের পুরবোর্ডের আমলেই প্রকল্পটির কাজ শুরু হয়েছিল। ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সিংহ বলেন,“গরমে এলাকার জলের সমস্যা বড় আকার নেয়। এই প্রকল্পটি চালু হওয়ায় স্বস্তি মিলবে বাসিন্দাদের।” পুরসভার কাউন্সিলর আনন্দ দত্ত (আলো ও জল) জানান, মাটির তলার জল ক্রমশ কমে আসছে। ভাগীরথীর জলকে দূষণমুক্ত করে পুর এলাকায় বিলি করার পরিকল্পনা রয়েছে পুরসভার। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে ৩৭ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ বলেন, “এই প্রল্পপটি রূপায়ণ করতে প্রায় ১৮ লক্ষ টাকা খরচ হয়েছে। জল যাতে অপচয় না হয়, সেই ব্যাপারে এলাকাবাসীকে সচেতন থাকতে হবে।”

ব্যাঙ্ককর্তাকে হাজির করার নির্দেশ কোর্টের
তছরুপে অভিযুক্ত পলাতক প্রাক্তন ব্যাঙ্ক-কর্তাকে ২০ মার্চের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করানোর নির্দেশ দিলেন বর্ধমানের আর্থিক দুর্নীতি সংক্রান্ত আদলতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল। আউশগ্রামের একটি তছরুপের মামলায় গরহাজির প্রাক্তন ব্যাঙ্ককর্তা ভাস্কর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। গত ২৭ ফেব্রুয়ারি আদালত ভাস্করবাবুকে গ্রেফতার করে ২০ মার্চের মধ্যে এজলাসে হাজির করানোর নির্দেশ দেয় বর্ধমান থানাকে। কিন্তু এ দিন বর্ধমান থানার এএসআই জয়দেব দে আদালতে পেশ করা রিপোর্টে জানান, চেষ্টা করেও ভাস্করবাবুকে গ্রেফতার করা যায়নি। মামলার সরকারি আইনজীবী পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই রিপোর্ট পেয়েই বিচারক আগামী ১০ এপ্রিলের মধ্যে ওই ব্যাঙ্ককর্তার গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন।” পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ওই ব্যাঙ্ককর্তার খোঁজে তল্লাশি চালানো হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.