হাসপাতালের এক ফার্মাসিস্টকে মারধরের অভিযোগ উঠল এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি রামপুরহাট থানার কাষ্ঠগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ হয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক সুমন্ত্র মণ্ডল বলেন, “ফার্মাসিস্ট স্বপন প্রধান আতঙ্কে রয়েছেন। তিনি হাসপাতালের কোয়ার্টারে না থেকে রামপুরহাটে আছেন। সমস্ত ঘটনা জেনেছি। বিষয়টি প্রাথমিক পর্যায়ে আলোচনা করে মিটিয়ে নেওয়া যেত, কিন্তু বর্তমানে জটিলতার দিকে চলে গিয়েছে। দেখা যাক কী করা যায়।”
তবে এই অবস্থার জন্য সময় মতো চিকিৎসকদের হাসপাতালে না থাকাকে দায়ী করেছেন এলাকাবাসীর একাংশ। কাষ্ঠগড়া হাসপাতাল বাঁচাও কমিটির সদস্যদের অভিমত, দীর্ঘ দিন ধরে হাসপাতালের দু’জন চিকিৎসক নিজেদের মধ্যে আলোচনা করে পাঁচ দিন অন্তর হাসপাতালে ডিউটি করছেন। সম্প্রতি এক জন চিকিৎসক অসুস্থ হয়ে যাওয়ায় তিনি ছুটিতে আছেন। এই অবস্থায় ইউসুফ আলি নামে এক চিকিৎসক পাঁচ দিন কাজ করে চলে যাচ্ছেন।
ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, “গ্রামবাসীরা চান, হাসপাতালে সব সময়ের জন্য এক জন চিকিৎসক যেন থাকে। সেই মতো দু’জন চিকিৎসক নিজেদের মধ্যে আলোচনা করে কাজ করছেন। সম্প্রতি এক জন অসুস্থ হয়ে যাওয়ায় তিনি ছুটিতে। কিন্তু অন্য জন সময় মতো ডিউটি করে চলে যাচ্ছেন। ব্লকের অন্য হাসপাতাল থেকে চিকিৎসক নিয়ে এসে পরিষেবা দিতে হচ্ছে। দু’সপ্তাহ আগে ফার্মাসিস্টের ছুটি মঞ্জুর করা হয়েছিল।”
এ দিকে, ফার্মাসিস্ট স্বপন প্রধান বলেন, “বিএমওএইচ-এর অনুমতি নিয়ে ছুটি নিয়েছিলাম। কাষ্ঠগড়া গ্রামের এক ওষুধ দোকানের মালিক বৃহস্পতিবার হাসপাতালে এসে আমাকে বলেন, কেন তাঁকে না জানিয়ে হাসপাতাল ছেড়ে চলে গিয়েছিলাম। আমি বলি, যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলব। এই নিয়ে বচসা হওয়ায় ওই ব্যবসায়ী আমাকে গালিগালাজ করেন এবং মারধর করেন।” তিনি জানান, বিষয়টি বিএমওএইচকে জানানোর পরে শুক্রবার থানায় অভিযোগ করেন। ব্যবসায়ী হাসিল শেখ বলেন, “আমি তাঁকে মারধর করিনি। উনি বাড়িয়ে বলছেন।” পুলিশ জানায়, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। |