ফি মাসে বিপিএল তালিকাভুক্ত ৩০ জন রোগীকে নিখরচায় আলট্রাসোনোগ্রাফির সুযোগ করে দেবে শিলিগুড়িতে নতুন চালু রেড্ডি হেল্থ কেয়ার সেন্টার। রবিবার হিলকার্ট রোডে ওই কেন্দ্রের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। সেখানেই কর্তৃপক্ষের তরফে দরিদ্র পরিবারের রোগীদের বিভিন্ন সুযোগ দেওয়ার কথা জানানো হয়। রেড্ডি হেল্থ কেয়ারের অন্যতম ডিরেক্টর সঙ্গীতা রেড্ডি বলেন, “প্রতিমাসের শেষ রবিবার এই কেন্দ্রে ৩০ জন বিপিএল পরিবারের রোগীকে নিখরচায় আলট্রাসোনোগ্রাফি করে দেওয়া হবে। তা ছাড়া এখানে চিকিৎসা সংক্রান্ত কোনও পরীক্ষা করাতে যে কোনও সময় ১০ শতাংশ ছাড় পাবেন বিপিএল তালিকাভুক্ত পরিবারের সদস্যরা। ফার্মেসি বিভাগ থেকে ওষুধেও ১০ শতাংশ ছাড় মিলবে।” কর্তৃপক্ষ জানিয়েছেন, অত্যাধুনিক পদ্ধতিতে প্যাথলজির বিভিন্ন পরীক্ষা, চিকিৎসা সংক্রান্ত অন্যান্য পরীক্ষা, ফার্মেসির সুযোগ-সুবিধা মিলবে। পরবর্তীতে ডে-কেয়ার সেন্টার তারা চালু করবেন।
|
বিনামূল্যে স্থানীয় মিলনী সঙ্ঘের উদ্যোগে এক দিনের একটি স্বাস্থ্য শিবির হয়ে গেল দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের বোধগ্রামে। চক্ষু, স্ত্রীরোগ, শল্য-সহ মোট পাঁচটি বিভাগের চিকিৎসকেরা ওই এলাকার প্রায় ৫০০ জন গ্রামবাসীর চিকিৎসা করেন। ক্লাবের সম্পাদক বদরু আলম মণ্ডল জানান, এলাকার গরিব মানুষের চিকিৎসা করানো এবং রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা কার্ডধারী মানুষেরা কী ভাবে এই যোজনার সুবিধা পেতে পারেন সেই বিষয়ে তাঁদের সচেতন করতেই এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছিল।
|
কন্যা-ভ্রূণ হত্যা রুখতে এ বার নতুন উদ্যোগ শুরু করল হরিয়ানা প্রশাসন। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বা কন্যা-ভ্রূণ হত্যার খবর কেউ সরকারকে জানালে তাঁকে কুড়ি হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেবে সরকার। আজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাও নরেন্দ্র সিংহ এই খবর ঘোষণা করেন। স্ত্রী-পুরুষের অনুপাতে সামঞ্জস্য বজায় রাখতে এবং মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতেই তাঁদের এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।
|
সম্প্রতি মাড়গ্রামের বুড়ো পীরতলা এবং ময়ূরেশ্বরের বাজিতপুর গ্রামে মানব কল্যাণ শিবির সংগঠনের উদ্যোগে চোখ, কান, হাড়ের সমস্যাজনিত প্রতিবন্ধীদের সনাক্তকরণ শিবির হয়। ৮০০ জন প্রতিবন্ধীকে সনাক্ত করা হয়।
|
রবিবার ডিওয়াইএফের বর্ষব্যাপী ‘রক্তদান ক্যালেন্ডার’ প্রকাশ করেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার। এই উপলক্ষে রক্তদান শিবিরে ৪৫ জন রক্ত দেন। |