মারধর, ধৃত ওঝা দম্পতি-সহ ৪ |
ঝাড়ফুকের নাম করে এক বধূকে মারধরের অভিযোগে এক ওঝা দম্পতি-সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। রানিবাঁধ থানার চূড়াপাথর গ্রামের ঘটনা। ওই গ্রামের বাসিন্দা সুমিত্রা মাণ্ডি নামে ওই বধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ চিলাপাড়া গ্রামের ওঝা সূর্য মুর্মু ও তাঁর স্ত্রী স্বর্ণ মুর্মু, শাশুড়ি আহ্লাদী মাণ্ডি এবং পিসিশাশুড়ি ছিতামণি মাণ্ডিকে রবিবার ভোরে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ দিন ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক আহ্লাদী ও ছিতামণি মাণ্ডির জামিন আবেদন মঞ্জুর করেন। সূর্য ও স্বর্ণ মুর্মুকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চূড়াপাথর গ্রামের বাসিন্দা কৃষিজীবি জ্যোতিলাল মাণ্ডির স্ত্রী সুমিত্রাদেবীকে গত মঙ্গলবার সূর্য মুর্মুর কাছে ঝাড়ফুকের জন্য নিয়ে গিয়েছিলেন তাঁর শাশুড়ি আহ্লাদী মাণ্ডি। ওই বধূর অভিযোগ, “ঝাড়ফুকের নাম করে ওই ওঝা এবং তাঁর স্ত্রী আমার উপরে অত্যাচার করেন। তাঁদের সাহায্য করেন আমার শাশুড়ি ও পিসিশাশুড়ি।” ঘটনার খবর পেয়ে রাইপুর থেকে ওই বধূর বাপেরবাড়ির লোকজন শনিবার চূড়াপাথর গ্রামে আসেন। শনিবার বিকেলে ওই ওঝা দম্পতি-সহ চার জনের নামে অভিযোগ করেন। জেলা পুলিশের এক কর্তা বলেন, “চার জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
|
বেআইনি কয়লা বোঝাই দু’টি ট্রাক আটক করল ইঁদপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ৩০ টন কয়লা। রামচন্দ্র রায় নামে এক ট্রাক চালককে গ্রেফতারও করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পারুলিয়া থেকে কয়লা বোঝাই ওই দু’টি ট্রাক আসছিল। ইঁদপুরের হাটগ্রামে গাড়ি দু’টিকে আটকানো হয়। একটি ট্রাকের চালক পালিয়ে গেলেও অন্য জন ধরা পড়ে যায়। ধৃত রামচন্দ্রের বাড়ি ঝাড়খণ্ডের গিরিডিতে। শনিবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
লরি ও পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হলেন তিন জন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথপুরের চেলিয়ামা রাস্তায়, মঙ্গলদা মোড়ের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর থেকে ইট বোঝাই লরিটি চেলিয়ামার দিকে যাচ্ছিল। অন্য দিকে পিকআপ ভ্যানটি টালি নিয়ে মঙ্গলদা গ্রাম থেকে রঘুনাথপুর যাচ্ছিল। মঙ্গলদা মোড়ের কাছে গাড়ি দু’টির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক-সহ তিন যাত্রী। তাঁদের রঘুনাথপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। লরি ও ভ্যানটি আটক করে পুলিশ। |