চোলাই বিক্রির অভিযোগে ধৃত ৩ |
চোলাই মদ বিক্রির অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে হাড়োয়ার সোনাপুকুর গ্রাম থেকে সনৎ গোলদার, পঙ্কজ গোলদার এবং রঞ্জিত গোলদার নামে ওই তিন জনকে ধরে পুলিশ। পুলিশ জানায়, গ্রামের চোলাইয়ের ঠেক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তৈরির সরঞ্জাম-সহ ৬০০ লিটার চোলাই আটক করা হয়েছে। সম্প্রতি এলাকায় চোলাই তৈরির বিরুদ্ধে গ্রামের অনেকেই সরব হন। তাঁদের অভিযোগ, গ্রামে চোলাই তৈরি এবং বিক্রির জন্য দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে। অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ।
দেহ উদ্ধার। খাল থেকে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে বাদুড়িয়ার চাতরা গ্রামের পদ্মখালে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় বিবাহিত ওই মহিলার দেহ ভাসতে দেখে বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশের অনুমান, অন্যত্র খুন করে মহিলার দেহ ওই খালে ফেলে যায় দুষ্কৃতীরা।
|
ভলিবলে জয়ী অশোকনগর পল্লিসঙ্ঘ |
উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় নবারুণ সঙ্ঘের পরিচালনায় দিনরাতের ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল অশোকনগর পল্লিসঙ্ঘ। চতুর্থ বছরে পা দেওয়া এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ৬টি দল। রবিবার ফাইনালে মুখোমুখি হয় অশোকনগর পল্লি সঙ্ঘ ও বেহালার ঋষি টাওয়ার। স্ট্রেট সেট-এ অশোকনগর পল্লি সঙ্ঘের পক্ষে পল দাঁড়ায় ২৫-১৭ ও ২৫-২২। মাঠে প্রচুর দর্শক সমাগম হয়েছিল। উপস্থিত ছিলেন বিধায়ক ধীমান রায়। অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান সমীর দত্ত, ভাইস চেয়ারম্যান প্রবোধ সরকার প্রমুখ।
|
রেলপুলিশের পরিচয় দিয়ে পাচারের চেষ্টা |
যানজটে আটকে গেল ‘পুলিশ’ স্টিকার সাঁটা গাড়ি। আর তাতেই ‘উদ্ধার’ করা গেল দুই কিশোরীকে। ওই গাড়িতে তুলে তাদের পাচারের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। রবিবার দুপুরে দেগঙ্গার হামাদামা বাজারের কাছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক তরুণী-সহ তিন জনকে। ধৃতদের এক জন নিজেকে ‘রেলপুলিশের কর্তা’ বলে পরিচয় দেয়। ধৃতদের নাম শেখ ইমরান, মহিরন খাতুন এবং চালক জাহির বাবর। বাবরের বাড়ি হাবরার মথুরাপুরে। ইমরান এয়ারপোর্ট ২ নম্বর এলাকার বাসিন্দা। মহিরনের বাড়ি দেগঙ্গার পূর্ব চ্যাংদানা গ্রামে। অন্য যে মহিলা পালিয়েছেন, তাঁর খোঁজ মেলেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ি দ্রুত আসছিল। হামাদামা বাজারের কাছে যানজটে আটকে পড়ে। লোকজন দেখেন,
গাড়ি থেকে বেরিয়ে আসার জন্য দু’টি মেয়ে ছটফট করছে। খবর পৌঁছয় দেগঙ্গা থানাতেও।
|
একটি যাত্রীবাহী গাড়িতে ঝুলে যাওয়ার সময়ে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে হাড়োয়ার ঘোষপুরের কাছে বাসন্তী রোডে। মৃতের নাম মৃণ্ময় মণ্ডল (৩২)। বাড়ি কুশাংড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত ভিড় থাকায় গাড়ির পিছন দিকে ঝুলে যাচ্ছিলেন মৃণ্ময়। হঠাৎ একটি ‘হাম্প’-এ গাড়িটি লাফিয়ে ওঠে। পড়ে গিয়ে গুরুতর আহত হন মৃণ্ময়। স্থানীয় বাসিন্দারা তাঁকে বামনপুকুর হাসপাতালে ভর্তি করালে রাতে মৃত্যু হয়। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য বসিরহাট হাসপাতালে পাঠায়।
|
গাড়ি পাচার-চক্রে গ্রেফতার |
গাড়ি-পাচার চক্রের এক পাণ্ডা গ্রেফতার হল। শনিবার রাতে, ভাঙড় থানার বাসন্তী হাই-রোড থেকে। ধৃতের নাম শামিম মালিক। তার কাছে একটি বিদেশি চোরাই গাড়ি মিলেছে। পুলিশের দাবি, শামিম জেরায় জানায়, মাস ছয়েক আগে বাংলাদেশ থেকে দক্ষিণ ২৪ পরগনায় এসে ঘাঁটি গাড়ে সে। রাতে বাইপাসে চালকদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি ছিনতাই করত সে ও তার সঙ্গীরা। তার পরে যন্ত্রাংশ খুলে বাংলাদেশে পাচার করত। মাস দুই আগে পূর্ব-যাদবপুর থানার মুকুন্দপুরে ডাকাতির ঘটনায় শামিম জড়িত বলে জেনেছে পুলিশ। শামিমের কাছে চুরি যাওয়া গাড়ির যন্ত্রাংশও মিলেছে। চক্রে যুক্ত অন্যদের খুঁজছে পুলিশ। |