|
|
|
|
ফের মন্ত্রীর ধমক, বন্ধ হল মাইক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পরীক্ষা চলাকালীন ফের মন্ত্রীর হস্তক্ষেপে মাইক বাজানো বন্ধ হল। দিন কয়েক আগেই মাধ্যমিক চলাকালীন খিদিরপুরে মাইক বাজানো বন্ধ হয়েছিল পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে। রবিবার মধ্যমগ্রামের বিধানপল্লির একটি ক্লাবের ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাইক বাজানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র উপস্থিত হলে তাঁর কাছে অভিযোগ জানান স্থানীয়রা। মদনবাবুর নির্দেশে মাইক বাজানো বন্ধ হয়।
ক্রীড়ামন্ত্রী বলেন, “এখন উচ্চমাধ্যমিক চলছে। তার মধ্যে মাইক বাজানো হলে তা খুবই অন্যায় হয়েছে।”
এ দিন সকাল দশটা নাগাদ বিধানপল্লির ওই ক্লাবে প্রতিযোগিতা শুরু হয়। অভিযোগ, তখন থেকেই পাড়ায় বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে অন্তত দশটি মাইক ও দু’টো বক্স তারস্বরে বাজানো চলতে থাকে। আরও অভিযোগ, এলাকাবাসীরা ক্লাবের কর্মকর্তাদের কাছে প্রতিবাদ জানালেও তাঁরা কর্ণপাত করেননি। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবং মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। মাইক বাজানোর অভিযোগ মদনবাবুর কানে আসতে তিনি অনুষ্ঠান চলাকালীনই খোঁজখবর নেন। রথীনবাবু যদিও বলেন, “মাইক বাজানো হয়নি। উচ্চ মাধ্যমিকের কথা ভেবেই আস্তে আস্তে বক্স বাজানো হয়েছে।” স্থানীয় সূত্রে খবর, এলাকার মানুষই মদনবাবুকে দেখান বিদ্যুতের খুঁটির সঙ্গে মাইক লাগানো রয়েছে। রথীনবাবুকে অবিলম্বে মাইক খুলে ফেলার নির্দেশ দেন মদনবাবু।
বারাসতের মহকুমাশাসক মৃণাল রানো বলেন, “ওই প্রতিযোগিতার জন্য মাইক বাজানোর অনুমতি নেওয়া হয়নি। উচ্চ মাধ্যমিক চলছে, তাই এমন অনুমতি দেওয়ার প্রশ্নই নেই। এ রকম কী ভাবে ঘটল, আমরা খতিয়ে দেখছি।” |
|
|
|
|
|