‘অপারেশন হপ-টু’
মণিপুরী জঙ্গিদের সন্ধানে অভিযান লাতেহারের জঙ্গলে
ঝাড়খণ্ডে লাতেহারের জঙ্গলে মণিপুরী জঙ্গিদের খোঁজে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। মাওবাদী জঙ্গিদের মদত দেওয়ার নেপথ্যে মণিপুরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিএলএ-র জঙ্গিরা বড়-সড় ভূমিকা নিয়েছে বলে দাবি সিআরপি-র। এক সঙ্গে দু’টি গোষ্ঠীর জঙ্গিদের নিকেশ করার লক্ষ্যে রাজ্যে এই নয়া অভিযানের নাম ‘অপারেশন হপ-টু’।
লাতেহারের সরজুর জঙ্গলে চলতি মাসের গোড়ায় শুরু হয়েছে এই অভিযান। সিআরপি সূত্রের খবর, ঝাড়খণ্ডে মাওবাদী-প্রভাবিত এলাকার অন্যতম ‘গর্ভগৃহ’ লাতেহার-পলামু বা চাতরা জেলায় বিচ্ছিন্নতাবাদী মণিপুরী জঙ্গিদের সঙ্গে মাওবাদীদের সংস্রবের খবর পেয়েই নড়েচড়ে বসেছে প্রশাসন। ঝাড়খণ্ডের এই অঞ্চল থেকে ছত্তীসগঢ়ের জঙ্গলে ‘পালিয়ে’ যাওয়াও সহজ। জঙ্গলে-ঘেরা রাজ্যের এই ভৌগোলিক চরিত্রের কথা মাথায় রেখেও প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়ানোয় জোর দিচ্ছেন ঝাড়খণ্ডে সিআরপি-র কর্তারা। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকায় দু’টি রাজ্যের মধ্যে তথ্যে বিনিময়ে কোনও খামতি নেই বলেই দাবি সিআরপির আইজি ডি কে পাণ্ডের।
তবে মণিপুরী জঙ্গিদের ঝাড়খণ্ডে আনাগোনা নিরাপত্তা-বাহিনীর মাথাব্যথারবড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সিআরপি সূত্রের খবর, বছর দেড়েক আগেই চাইবাসায় মামাইলে জঙ্গি-ঘাঁটিতে একটি অভিযানের পরে এ বিষয়ে কিছু তথ্যপ্রমাণ পেয়েছিল সিআরপি। মাওবাদীদের ঘাঁটি থেকে উদ্ধার হওয়া নথিতে মণিপুরের পিপলস লিবারেশন আর্মি ও মাওবাদীদের গোপন বৈঠকেরও সাক্ষ্য মেলে। মণিপুরেরজঙ্গিরা ঝাড়খণ্ডে এসে মাওবাদী জঙ্গিদের অস্ত্র ব্যবহারে তালিম দিয়েছে বলেও দাবি সিআরপি-র।
পরবর্তী পর্যায়ে দিল্লিতে ধরা-পড়া উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের এক জঙ্গিও ঝাড়খণ্ডে তাদের যাতায়ায়ের কথা স্বীকার করে। এত দিন ঝাড়খণ্ডের ওড়িশা সীমানায় চাইবাসায় মণিপুরী জঙ্গিদের আনাগোনার কথা জানা গিয়েছিল। এ বার বিহার ও ছত্তীসগঢ় লাগোয়া পলামু-লাতেহার এলাকাতেও উত্তর-পূর্বের জঙ্গিদের প্রভাবের খবর মিলল। ঝাড়খণ্ডের চাইবাসার ডিআইজি, সিআরপি ভানুপ্রতাপ সিংহের কথায়, “আগে বেশ কয়েকটি অভিযানে আমরা মাওবাদীদের সঙ্গে উত্তর-পূর্বের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনগুলির যোগসাজশের তথ্যপ্রমাণ পেয়েছি। প্রযুক্তির ব্যবহার ও সামরিক অভিযান নিয়ে তাদের মধ্যে নিয়মিত তথ্য আদানপ্রদান চলে।”
এমনিতে ঝড়খণ্ডের ২৪টি জেলার মধ্যে ১৮টিই মাওবাদী-প্রভাবিত বলে মেনে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে সিপিআই (মাওবাদী) ছাড়াও আরও বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের রমরমা। তাদের মধ্যে তৃতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি, ঝাড়খণ্ড লিবারেশন টাইগার্স, ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদ ও ঝাড়খণ্ড প্রস্তুতি কমিটি প্রমুখ রয়েছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের ভিড়ে উত্তর-পূর্বের জঙ্গি সংগঠনগুলি প্রভাব বাড়াতে থাকলে নিরাপত্তাবাহিনীর পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হবে বলে মনে করে স্বরাষ্ট্র দফতর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.