টুকরো খবর
ঘন কুয়াশায় গৃহবন্দি রাঁচি
কুয়াশার মোটা চাদরে আজ দিনভর ঝাড়খণ্ডের আকাশে ঢাকা পড়েছে সূর্ষের মুখ। দৃশ্যমানতা না-থাকায় এ দিন সকালে পঙ্গু হয়ে পড়ে রাজধানী শহর রাঁচির পরিবহণ ব্যবস্থা। প্রকৃতির খামখেয়ালিপনায় ভোর থেকে প্রায় গৃহবন্দি রাঁচি। বেলা দশটা নাগাদ কুয়াশা অনেকটা পাতলা হওয়ার আগেই ঘন মেঘে ছেয়ে যায় আকাশ। রাঁচির আবহ বিভাগের অধিকর্তা জ্ঞানেন্দ্রকুমার মোহান্তি জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝা এখন বিহার এবং ছত্তীসগঢ় হয়ে ঝাড়খণ্ডের বায়ুমণ্ডলে ঢুকে পড়েছে। তার গতি এখন পূর্বমুখী। যার ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উল্লেখ্যযোগ্য হেরফের ঘটনার সম্ভাবনা নেই। মেঘ না-কাটতে শীতের কামড়ও তেমন মালুম হবে না। ইংরাজি নববর্ষের শুরু থেকেই ঝাড়খণ্ড জুড়ে চলছে প্রকৃতির খামখেয়ালিপনা। নতুন বছরের পয়লা তারিখ থেকে মেঘের আড়ালে লুকিয়েছে সূর্য। চলছে ঝিরঝিরে বৃষ্টি। উধাও শীতের আমেজ। এ দিন রাঁচির আবহাওয়া দফতর থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, অনেক জায়গায় কুয়াশায় দৃশ্যমানতা ২০০ মিটারেরও নীচে নেমে গিয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে রাস্তায় যানবাহন চালাতে সতর্ক হতে হবে। সতর্ক হতে হবে পথচারীদেরও। রাজ্য প্রশাসন সূত্রে খবর এ দিন সকালে প্রয়োজনীয় দৃশ্যমানতা না-থাকায় রাঁচির বিমানবন্দরের দুটি উড়ান বাতিল করা হয়েছে। ট্রেনও চলেছে বিলম্বে। এ দিন সকালে দূরপাল্লার বাসও ছাড়েনি।

শিশু ও তিন তরুণী উদ্ধার, ধৃত ৫
রাজ্য গোয়েন্দা পুলিশ (সিআইডি) এবং রাজ্য রেল পুলিশের যৌথ অভিযানে পাঁচ নারী পাচারকারী ধরা পড়েছে। গত তিন দিন ধরে দিল্লি ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে দু’বছরের এক শিশু। উদ্ধার হয়েছে তিন তরুণীও। শিশুটির মা আফরোজা বিবি কিছু দিন আগে মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁর সন্তানকে খুঁজে বার করার আর্জি জানান। উত্তরপ্রদেশের জেপি নগর থেকে তাঁর দু’বছরের ছেলেকে উদ্ধার করা হয়। রেহানা নামে যে-মহিলার কাছে গত এক মাস ধরে শিশুটি ছিল, তাকেও আটক করা হয়েছে। আন্তঃরাজ্য নারী পাচার চক্রের সঙ্গে ধৃতদের যোগ আছে বলে গোয়েন্দাদের অনুমান। আজ, সোমবার তাদের আদালতে তোলা হবে। রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় ওই দুই রাজ্যে অভিযান চালাচ্ছিল সিআইডি এবং রেল পুলিশ। নেতৃত্বে ছিলেন সিআইডি-র নারী পাচার দমন দফতরের অফিসার ইনচার্জ। যৌন পল্লিতে পাচারের উদ্দেশ্যে আটক তিন তরুণীকেও উদ্ধার করেন তাঁরা। দিল্লি থেকে ওই চক্রের মূল পাণ্ডা সরতাজকে গ্রেফতার করা হয়েছে।

কালো টাকা নিয়ে তথ্যে চাই মুচলেকা
তদন্তের স্বার্থে বিদেশি ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা সংক্রান্ত তথ্য নিলেও তা জনসমক্ষে প্রকাশ করা যাবে না। তদন্তকারীদের কাছ থেকে এই মর্মে মুচলেকা আদায় করবে আয়কর দফতর। মুচলেকা নেওয়ার জন্য আয়কর দফতরকে নির্দেশ দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস।বিদেশি ব্যাঙ্কের গোপন অ্যাকাউন্টে যাঁদের কালো টাকা গচ্ছিত রয়েছে, তাঁদের নাম জনসমক্ষে ফাঁস হয়ে গেলে বিপত্তির আশঙ্কা করছে সিবিডিটি। ভারতের সঙ্গে শুল্ক বিনিময় চুক্তিতে আবদ্ধ দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা সে ক্ষেত্রে বেঁকে বসতে পারে, ভারতের সঙ্গে তথ্য আদান-প্রদান বন্ধ করে দিতে পারে। তাই তদন্তের স্বার্থে কোনও সরকারি বা বেসরকারি সংস্থা এ নিয়ে তথ্য জানতে চাইলে তাঁদের তা গোপন রাখার মর্মে মুচলেকা দিতে হবে। মুচলেকায় বলতে হবে, আয়কর সংক্রান্ত কাজে এবং আয়কর ফাঁকি দেওয়ার মতো কোনও তদন্তে এই তথ্য ব্যবহার করা যাবে। এবং যে আধিকারিক মুচলেকায় স্বাক্ষর করবেন, তিনিই গোপনীয়তা বজায় রাখার দায়িত্বে থাকবেন। দিল্লি, মুম্বই, কোচি, আমদাবাদ-সহ আয়কর দফতরের বিভিন্ন শাখার কাছে এই গোপন অ্যাকাউন্টধারীদের নাম আছে। কিন্তু কিছু দিন আগে তৈরি আয়কর ফাঁকির তদন্তের জন্য গঠিত ডিরেক্টরেট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন-এর এই ধরনের তথ্যের প্রয়োজন হতে পারে। আয়কর দফতর সূত্রে খবর, এই মর্মে নির্দেশ আসার পর থেকে যে কোনও আধিকারিক বিদেশি ব্যাঙ্কের গোপন অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাইলে, তাঁকে বিশেষ ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রবাসী ভারতীয় দিবসে নাকাল অভ্যাগতরা
রবিবার প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানটি কাটল চূড়ান্ত অব্যবস্থায়। এ দিন অনুষ্ঠান শুরুর আধ ঘন্টা আগেই বিড়লা অডিটোরিয়াম কানায় কানায় ভর্তি হয়ে যায়। প্রেক্ষাগৃহটিতে দর্শকাসন ১৪০০। কিন্তু আমন্ত্রিতের সংখ্যা ১৯০০। ফলে সময় মতো এসেও বসতে পাননি বহু অভ্যাগত। উদ্যোক্তারা অনেককে ব্যালকনিতে পাঠালে কয়েক মিনিটের মধ্যে সেখানকার আসন, এমনকী সিঁড়িও ভর্তি হয়ে যায়। বাধ্য হয়ে মেঝেতেও বসে পরেন অনেকে। অনেক অতিথির অবশ্য সেই জায়গাও মেলেনি, তাঁরা অনুষ্ঠান দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়েই। আজ এই অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রী। কিন্তু এই হট্টগোলের মধ্যে নিরাপত্তার কারণে প্রথমে তাঁকে ঢুকতে দিতে চাননি তাঁর রক্ষীরা। এমনকী জায়গা না থাকায় ব্রায়ান লারাও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রেক্ষাগ্ৃহের বাইরে। বিদেশ থেকে আসা অভ্যাগতরা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী করেছেন উদ্যোক্তাদেরই। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এই অব্যবস্থার কথা স্বীকার করে নিয়েছেন।

অজিতের দল ছেড়ে সপা-য় ২
ভোটের আগেই দল বদল। অজিত সিংহের রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন রাজ্যসভার দুই সাংসদ শাহিদ সিদ্দিকি এবং অনুরাধা চৌধুরি। মুলায়ম সিংহ যাদবের উপস্থিতিতে ওই দুই সাংসদ সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। তাঁদের সঙ্গে সপা-য় যোগ দেন বিধায়ক বিমলেশ সিংহ যাদবও। প্রাক্তন মন্ত্রী এবং এক সময় অজিত-ঘনিষ্ঠ অনুরাধা চৌধুরি আরএলডি নেতার কড়া সমালোচনা করে বলেছেন, “মন্ত্রিত্বের লোভে কংগ্রেসের সঙ্গে জোটে যোগ না দিয়ে জমি অধিগ্রহণ বিল পাশ করানোর জন্য লড়াই চালিয়ে যাওয়া উচিত ছিল অজিত সিংহের। ওঁর বাবা চৌধুরি চরণ সিংহের মতাদর্শ থেকে সরে গিয়েছেন অজিত।” কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে অনুরাধা আরও বলেন, “আরএলডি-র বাকি নেতৃত্ব ও কর্মীরা এই জোট পছন্দ করেননি। এই জোটে আরএলডি-র সদস্যদেরই ভুগতে হবে।”

বিদেশে ভারতীয় শ্রমিকদের পেনশন
বিদেশে কর্মরত ভারতীয় শ্রমিকদের জন্য নতুন পেনশন ও জীবনবিমা প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র। আজ দশম প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এক ঘোষণায় জানান, নতুন এই প্রকল্পে বিদেশে কর্মরত ভারতীয় শ্রমিকদের জন্য মাথাপিছু বার্ষিক ১,০০০ টাকা দেবে কেন্দ্রীয় সরকার। মহিলা শ্রমিকদের ক্ষেত্রে আরও ১,০০০ টাকা দেওয়া হবে। ওই প্রকল্পে শ্রমিকরা বার্ষিক ১,০০০ টাকা থেকে ১২০০০ টাকা জমা রাখতে পারবেন। এ ছাড়া, স্বল্পমূল্যে জীবনবিমাও (স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে) করতে পারবেন তাঁরা।

গ্রামে ফিরলেন অণ্ণা
এক সপ্তাহ হাসপাতালে থাকার পর আজ ছাড়া পেলেন অণ্ণা হজারে। তার পর তিনি নিজের গ্রাম রালেগণ সিদ্ধিতে যান। চিকিৎসকরা তাঁকে এক মাস সম্পূর্ণ বিশ্রাম নিতে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতালের বাইরে সাংবাদিকদের অণ্ণা জানান, চিকিৎসকদের নির্দেশ মেনে আপাতত কিছু দিন তিনি বিশ্রাম নেবেন। শরীর সুস্থ হলেই ফের আন্দোলনে নামবেন। তাঁর সহযোগী কিরণ বেদী অবশ্য গত সপ্তাহেই জানিয়েছেন, পূর্ব ঘোষণা সত্ত্বেও অণ্ণা পাঁচ রাজ্যের নির্বাচনে প্রচারে যাবেন না।

রাইফেল ও কার্তুজ উদ্ধার মেঘালয়ে
আত্মসমর্পণকারী এক জিএনএলএ জঙ্গিকে জেরা করে জঙ্গলে লুকোনো এ কে ৪৭ রাইফেল ও দেড়শো রাউন্ড কার্তুজ উদ্ধার করল মেঘালয় পুলিশ। দক্ষিণ গারো হিল জেলার এসপি এম কে সিংহ রবিবার জানিয়েছেন, সোনারাম সাংমা ওরফে চোংকাম নামে ওই জঙ্গি গত কাল আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করার সময় সে একটি হ্যান্ড গ্রেনেড জমা দিয়েছিল। পরে তাকে জেরা করে পশ্চিম গারো পাহাড়ের ডলামারা জঙ্গল থেকে রাইফেল ও কার্তুজগুলি উদ্ধার করা হয়।

ভোটের দিন বদল উত্তরপ্রদেশে
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দিন পরিবর্তন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে এ কথা জানিয়ে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি যে ভোটগ্রহণের দিন স্থির হয়েছিল, তার পরিবর্তে নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.