সূর্যনগর ঐক্য সঙ্ঘ আয়োজিত রাজনন্দিনী কাপ জিতল পশ্চিম মেদিনীপুরের বঙ্গশ্রী ক্লাব। রবিবার ছোট নীলপুরের মালির মাঠে ফাইনালে তারা বর্ধমানের সেন্ট্রাল সিবিএসসি-কে ৮ উইকেটে হারায়। প্রথমে সিবিএসসি ৫ ওভারে ৬১-৬ করে। দলের কুলদীপ সোনকার করেন ৩০। বঙ্গশ্রীর বসির খান, নাসির খান ও সৌমেন দাস দু’টি করে উইকেট নেন। বঙ্গশ্রী করে ৩.৪ ওভারে ৬৬-২। দলের বাবু খান ২৮ করে অপরাজিত থাকেন। সিবিএসসি-র সমক বন্দ্যোপাধ্যায় ১৫ রানে ২ উইকেট দখল করেন। সেমিফাইনালে বঙ্গশ্রী ৭ উইকেটে বর্ধমানের উৎসব ক্লাবকে ও সিবিএসসি ৪ উইকেটে হারায় কল্যাণী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনকে। এ দিনের ম্যাচের সেরা ছিলেন বঙ্গশ্রীর বাবু খান। প্রতিযোগিতার সেরা সে দলের অনীল রাউত। পুরস্কার দেন বাংলার প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বার্ষিক অ্যাথলেটিক মিটে চ্যাম্পিয়ন হল রাতুরিয়া অ্যাথলেটিক কোচিং ক্যাম্প। এই নিয়ে পরপর তিন বার তারা এই শিরোপা পেল। ক্যাম্পের ১১৩ জন এই প্রতিযোগিতায় যোগ দেন। মোট ৫১৭ পয়েন্ট পেয়ে তারা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় হয় ডিএসপিএসএ। তাদের সংগ্রহ ৪২৮ পয়েন্ট। ৯টি দলের মোট ৪০০ জন প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। ভগৎ সিংহ স্টেডিয়ামে শনিবার উদ্বোধন করেন মেয়র রথীন রায়। ছিলেন সিআরপিএফ-এর ডিআইজি অশোক প্রসাদ। রবিবার চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়।
|
প্রথম ডিভিশন ভলিবল লিগে অগ্রদূত কোচিং সেন্টার ১৮-২৫, ২৫-২৩, ২৫-১৩, ২৫-২২ পয়েন্টে অনাদি মালখণ্ডী কোচিং কেন্দ্রকে ও অগ্রদূত সঙ্ঘ ২৫-১৭, ২৫-১৮ ও ২৫-১৯ পয়েন্টে ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাবকে হারায়। বাস্কেটবল লিগে সাই প্রশিক্ষণ কেন্দ্র ৮০-৭১ পয়েন্টে শিবাজি বি-কে ও সাই-বি দল ৮১-১৯ পয়েন্টে বর্ধমান ক্লাবকে হারায়।
|
কমলেশ সিংহ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় রবিবার দ্বিতীয় সেমিফাইনালের খেলায় জয়ী হল সিহারসোল বাহিনী সঙ্ঘ। তারা বাবুপুর এসএসজিএ-কে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। ম্যাচের সেরা বিজয়ী দলের আনন্দ মান্ডি। এই মাঠে শনিবার প্রথম সেমি ফাইনালে মহাবীর সঙ্ঘকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় ঝাঁটিডাঙা। ম্যাচের সেরা বিজয়ী দলের বাপি কোড়া। ১২ জানুয়ারি ফাইনাল।
|
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেটে রবিবার চিত্তরঞ্জন এরিয়া ৪ গৌরান্ডি কোলিয়ারিকে এক উইকেটে হারায়। জামগ্রাম শিবতলা মাঠে প্রথমে গৌরাণ্ডি ১১৯ রান তোলে। জবাবে ৯ উইকেটে রান তুলে নেয় এরিয়া ৪। এই মাঠে শনিবার জাগৃতি সঙ্ঘ ৫ উইকেটে দোমহানি একাদশকে হারায়। ম্যাচের সেরা বিজয়ী দলের কুলবিত বাল্মিকী।
|
সবনপুর সিসি আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেটে রবিবার সালানপুর স্কুল মাঠে জয়ী হয় ফতেপুর জাগৃতি সঙ্ঘ। তারা ৩১ রানে দোমহানি সাইন ক্লাবকে হারায়। প্রথমে ফতেপুর ১৩৪ রান করে। জবাবে দোমহানি ১০৩ রান করে। ম্যাচের সেরা জয়ী দলের রজনীশ রাউ।
|
চিচুঁড়িয়া অ্যাবলুম অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেটে রবিবার জয়ী হল নিমচা কোলিয়ারি ক্রিকেট একাদশ। তারা বুড়ি উন্নয়ন সমিতিকে ৫ উইকেটে হারায়। বুড়ি উন্নয়ন সমিতি প্রথমে ১০৯ রান করে। নিমচা ৫ উইকেটে রান তুলে নেয়। ম্যাচের সেরা বিজয়ী দলের রঞ্জিৎ পাসোয়ান।
|
প্রতিমা সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে রবিবার জয়ী হল নেতাজি এসসি। তারা বালক সঙ্ঘকে ৬৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে নেতাজি এসসি ১২৩ রান করে। বালক সঙ্ঘ করে ৬০। |