নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রায়গঞ্জ কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে শিলিগুড়ির বিভিন্ন কলেজে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদার করার দাবি তুলে অতিরিক্ত পুলিশ সুপারকে স্মারকলিপি দিল বামফ্রন্ট। শুক্রবার সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকারের নেতৃত্বে ওই স্মারকলিপি দেওয়া হয়। জীবেশবাবু জানান, আগামী ফেব্রুয়ারি মাস থেকে শিলিগুনিড়র বিভিন্ন কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তা নিয়ে ইতিমধ্যে চাপানউতোর শুরু হয়েছে। তিনি বলেন, “শাসকদল তৃণমূলের পক্ষ থেকে সন্ত্রাস তৈরির চেষ্টা হচ্ছে। অধ্যক্ষকে ভয় দেখানো হচ্ছে। এই অবস্থায় যে কোনও কলেজে ছাত্রদের হামলা হতে পারে। আমরা চাই রায়গঞ্জের ঘটনার পুনরাবৃত্তি না হোক। সেই জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। কলেজ ক্যাম্পাসে যাতে বহিরাগতরা ঢুকতে না পারে সে বিষয়ে পুলিশকে সক্রিয় হতে হবে।”
|
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
তিস্তা সেতু দ্রুত মেরামতির দাবিতে আয়কর দফতর এবং কেন্দ্রীয় আবগারি ও শুল্ক দফতর অবরোধ করল যুব কংগ্রেস। জাতীয় সড়ক কর্তৃপক্ষ তিস্তা সেতু মেরামতিতে টালবাহানা করছে বলে অভিযোগ করে শুক্রবার দুই দফতরে তালা ঝুলিয়ে এদিন প্রতীকী প্রতিবাদ জানান যুব কংগ্রেস কর্মীরা। কেন্দ্রে কংগ্রেস সরকারের দুই দফতরে কংগ্রেসেরই শাখা সংগঠনের প্রতিবাদের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দ্রুত মেরামতি না হলে ফের অবরোধ হবে বলে হুমকি দেওয়া হয়েছে। জলপাইগুড়ি লোকসভা যুব কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, “রাজনৈতিক দিক থেকে এদিনের ঘটনাকে ব্যাখ্যা করলে হবে না। তিস্তা সেতু তথা জাতীয় সড়কের বেহাল দশায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে। তবে কেন্দ্রের মতো রাজ্য সরকারকেও ভূমিকা পালন করতে হবে।” সার্কিট বেঞ্চের উদ্বোধন ও ভক্তিনগরকে জেলা আদালতের আওতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবের প্রতিবাদ জানানো হয়।
|
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জাতীয় ভোটার দিবস উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও অফিসে প্রবন্ধ, বির্তক ও ক্যুইজ প্রতিযোগিতা হয়। দেশের সাধারণ নির্বাচনে নির্বাচন কমিশনের ভুমিকা, নির্বাচনে তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিষয়ে প্রবন্ধ ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর ব্লকের অর্ন্তগত গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুল থেকে ছাত্রছাত্রী ও শিক্ষিক শিক্ষিকাদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর বিডিও মল্লিকা সেনগুপ্ত মজুমদার বলেন, “নির্বাচন নিয়ে সচেতনতা প্রসারের জন্যই এই উদ্যোগ।”
|
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ফালাকাটার মুক্তিপাড়া সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত মহিলার নাম পাপড়ি সাহা (৪৫)। সন্ধ্যায় পাপড়ি দেবী তাঁর স্বামী ও পুত্রের সঙ্গে বাইকে চড়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে পড়ে যায়। পাপড়ি দেবীর মাথার উপর দিয়ে একটি বাস চলে যায়।
|
একটি বেওয়ারিশ বাইক উদ্ধার করল মালবাজার থানা। শুক্রবার মালবাজারের রানিচেরা চা বাগানের ফ্যাক্টরির কাছে ঝোপ থেকে বাইকটি উদ্ধার করে পুলিশ। |