পেলে, কাফু, মার্সেল দেশাইদের চাক্ষুষ করতে চান? আপনার পকেট থেকে খসবে তিনশো বা পাঁচশো টাকা মাত্র। এ দিন এমনই জানালেন ম্যাচের আয়োজক সংস্থা। টিকিট বিক্রির টাকার একটি অংশ যাবে হিলারি ফাউন্ডেশনে। বাকিটা থাকবে ভারতীয় ফুটবলার অ্যাসোসিয়েশনের তহবিলে। অভিনব প্রদর্শনী ম্যাচের অন্যতম সংগঠক তথা স্থানীয় দলের অধিনায়ক ভাইচুং ভুটিয়া এ কথা জানিয়ে বললেন, “ওই টাকা রাখা থাকবে পরবর্তীকালে কোনও প্রাক্তন ফুটবলারের সাহায্যের জন্য।” ২৩ জানুয়ারি দুপুর দু’টোয় যুবভারতীতে হাজির থাকতে পারেন রবার্তো কার্লোসও। ৯০ মিনিটের ম্যাচে কাফুদের বিপক্ষে ভাইচুংয়ের নেতৃত্বে খেলবেন এ দেশের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার ছাড়াও বলিউডের কিছু তারকা। ভাইচুং জানাচ্ছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়কেও খেলার জন্য বলবেন। ভাইচুংয়ের কথায়, “যুবভারতী দেখতে চলেছে একটা ‘ফান’ ম্যাচ। এতে ভারতীয় ফুটবলের সরাসরি উন্নতি না হলেও ছোটরা উৎসাহিত হবে।” তবে পেলে, কাফুদের সঙ্গে খেলা যে তাঁরও স্বপ্ন সার্থক হওয়ারই মতো সেটা স্বীকার করে নিলেন ভাইচুং। বিশ্বকাপারদের দলটি নেপালে একটি ম্যাচ খেলে কলকাতা পৌঁছবে ম্যাচের দু’দিন আগে। ওই সময়ে বিশ্বকাপার ফুটবলারদের খেলার কিছু সামগ্রী উঠবে নিলামেও।
|
আইপিএল ফাইভ শুরু হচ্ছে ৪ এপ্রিল। ন’টি ফ্র্যাঞ্চাইজি ১২টি কেন্দ্রে খেলবে ৭৬টি ম্যাচ। ফাইনাল ২৭ মে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ৫ এপ্রিল দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে। কেকেআরের পরের ম্যাচগুলি: ৮ এপ্রিল: রাজস্থান রয়্যালস, ১০ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১৩ এপ্রিল: রাজস্থান রয়্যালস, ১৫ এপ্রিল: কিংস ইলেভেন পঞ্জাব, ১৮ এপ্রিল: কিংস ইলেভেন পঞ্জাব, ২২ এপ্রিল: ডেকান চার্জার্স, ২৪ এপ্রিল: ডেকান চার্জার্স, ২৮ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ৩০ এপ্রিল: চেন্নাই সুপার কিংস, ৫ মে: পুণে ওয়ারিয়র্স, ৭ মে: দিল্লি ডেয়ারডেভিলস, ১২ মে: মুম্বই ইন্ডিয়ান্স, ১৪ মে: চেন্নাই সুপার কিংস, ১৬ মে: মুম্বই ইন্ডিয়ান্স, ১৯ মে: পুণে ওয়ারিয়র্স।
|