দক্ষিণ দমদম পুরসভা যা করে দেখাল, কলকাতা পুরসভা তা পারল না। নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে আইনের প্রয়োগ করে একশো ভাগ সাফল্য পেয়েছে দক্ষিণ দমদম পুরসভা। আর মানুষের সচেতনতার উপরে নির্ভর করে কলকাতা পুরসভার ‘ব্যর্থতা’ চরমে। কলকাতার দোকান-বাজারে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ চলছে রমরমিয়ে।
মেয়র শোভন চট্টোপাধ্যায় আগেই বলেছিলেন। এ বার মেয়র পারিষদ (পরিবেশ) সঞ্চিতা মণ্ডল বললেন, “আমরা মানুষের সচেতনতার উপরে নির্ভর করছি। স্কুলে, পুজোমণ্ডপে, বাজারে প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে প্রচার চালিয়েছি। জরিমানা করা বা আইন প্রয়োগ করে প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করার মধ্যে যাচ্ছি না।” পুরসভা এ বার তথ্যচিত্র তৈরি করে টিভি চ্যানেলে দেখাবে মানুষের ‘মনের বদল’ ঘটানোর জন্য। সাধারণ মানুষ যদি নিজে থেকে বুঝতে না পারেন, তা হলে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহারও বন্ধ করা যাবে না বলে মনে করছেন কলকাতা পুরসভার কর্তারা। ৪০ মাইক্রনের চেয়ে পাতলা এবং ন্যূনতম ১২ বাই ১৬ ইঞ্চি মাপের প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করেছে রাজ্য। সেই বিধি কলকাতায় মানা হচ্ছে না। তাদের ভরসা ‘শুভ বুদ্ধি’।
শহরতলির বিভিন্ন পুরসভা অবশ্য জরিমানা আদায় ও প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা শুরু করেছে। আইন প্রয়োগ করে সাফল্য পেয়েছে দক্ষিণ দমদম পুরসভা। চেয়ারম্যান পারিষদ (জঞ্জাল) প্রবীর পাল জানালেন, তাঁরা ইতিমধ্যেই প্রায় দশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন এবং বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করেছেন। আইন প্রয়োগ না-করে নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ বন্ধ করা কোনও ভাবেই সম্ভব নয় বলে মনে করেন প্রবীরবাবু। ওই অঞ্চলে এখন পাতলা প্লাস্টিকের ব্যাগ তো পাওয়াই যাচ্ছে না, ৪০ মাইক্রনের ক্যারিব্যাগও অমিল। |
রাজ্যে যে ক’টি পুরসভা নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করেছে, তারা প্রাথমিক ভাবে জরিমানা আদায় ও নিষিদ্ধ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করার দাওয়াই প্রয়োগ করেই সাফল্যের মুখ দেখেছে। এক দশকেরও বেশি পুরনো কেন্দ্রীয় সরকারের দূষণ নিয়ন্ত্রণ আইনেই জরিমানা আদায়ের সংস্থান রয়েছে। সেই আইন মেনে বাজারে বা রাস্তায় নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ দেখলেই ৫০ টাকা জরিমানা হবে বলে গত অগস্ট মাসে জানিয়েছিলেন রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার। তিনি জানিয়েছিলেন, কলকাতা পুরসভার সব ওয়ার্ডে ‘সচেতনতা-অভিযান’ চালানোর পাশাপাশি জরিমানাও আদায় করা হবে। প্লাস্টিক-দূষণের বিপদ ও দূষণ-আইন অমান্য করলে কার কত জরিমানা, তা জানিয়ে প্রচার-গাড়ি বেরিয়েছে। এ ছাড়া বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের জন্য দোকানদারদের থেকে জরিমানা আদায় করা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু কলকাতা পুরসভা এখনও পর্যন্ত কোনও জায়গা থেকেই জরিমানা আদায় করেনি।
এ দিকে, কলকাতা পুরসভা প্লাস্টিক ব্যাগ বন্ধ না-করায় তাঁদের অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবীরবাবু। তাঁর কথায়, “আমাদের এখনও প্রতি দিন অভিযান চালাতে হচ্ছে, কারণ কলকাতা থেকে নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ ঢোকা বন্ধ হয়নি। আমাদের এলাকায় প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণ বন্ধ করতে গেলে কলকাতা পুরসভাকে কাজটা শুরু করতে হবে।” কিন্তু সব চেয়ে বেহাল দশা কলকাতা পুর-এলাকারই। কেবল নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগই নয়, কলকাতায় এখনও বিষাক্ত কালো রঙের প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহারও চলছে অবাধে। যে কোনও ফলের দোকানে বা মাংসের দোকানে সব সময়ে কালো প্লাস্টিকের ব্যাগই দেওয়া হয়। এর পরেও নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতে কলকাতা পুরসভা মানুষের ‘সদিচ্ছা’র উপরেই ভরসা রেখে এগোতে চায়। |