গাড়ি মেলায় যৌবনের উচ্ছ্বাস
দেবপ্রিয় সেনগুপ্ত • নয়াদিল্লি |
এ বারের গাড়ি-মেলা ভবিষ্যতের। মন্দার বা ছোট গাড়ির নয়। নতুনের ভিড়ে তাই প্রাধান্য ইউটিলিটি ভেহিকেল-এর। এমনকী সাধারণ ভাবে প্যাসেঞ্জার কার (যাত্রীবাহী গাড়ি) নির্মাতা হিসেবে পরিচিত মারুতি-সুজুকিও তার ব্যতিক্রম নয়। শুক্রবার নিজেদের প্রথম মাল্টি ইউটিলিটি ভেহিকেল (এমইউভি) আর্টিগা-র আবরণ উন্মোচন করল মারুতি। দু’বছর আগে কনসেপ্ট কার (ভবিষ্যতের গাড়ি) হিসেবে আরথ্রি-র পর্দা তুলেছিল তারা। এ বার তা রাস্তায় নামবে আর্টিগা নামে। আগামী দিনে বাজারে অংশীদারি বাড়াতে যাকে অন্যতম প্রধান হাতিয়ার করতে চায় মারুতি। একই সঙ্গে, স্পোটর্স ইউটিলিটি ভেহিকেলের কনসেপ্ট গাড়ি (এক্সএ-আলফা)-ও প্রদর্শন করল তারা। বাজারচলতি অন্যান্য এমইউভি-র তুলনায় আর্টিগা কিছুটা ছোট, কমপ্যাক্ট। এমডি-সিইও শিনজো নাকানিশির দাবি, মার্চ-এপ্রিলেই বাজারে আসবে গাড়িটি। সংস্থার অন্যতম কর্তা শশাঙ্ক শ্রীবাস্তব জানান, পেট্রোল ও ডিজেল চালিত এই গাড়ি ছ’টি রঙের ছ’টি মডেল মিলবে। তৈরি হবে গুড়গাঁওয়ের কারখানায়। ২০০৮-এও মেলার মূল আকর্ষণ ছিল ন্যানো-সহ বিভিন্ন ছোট গাড়ি। কিন্তু এ বার স্পষ্ট যে, ভারত আর শুধু ছোট গাড়ির বাজার নয়। আর্থিক উন্নয়ন ও দেশের নতুন প্রজন্মের হাতে আসা অর্থের দৌলতে সেখানে পাল্লা দিয়ে চাহিদা বাড়ছে মাল্টি এবং স্পোটর্স ইউটিলিটি ভেহিকেলের। যে কারণে হুন্ডাই-কর্তা এইচ ডব্লিউ পার্ক, ফোর্ড-কর্তা মাইকেল বোনহ্যাম, টাটা মোটরস-কর্তা আর রামকৃষ্ণন প্রমুখের মতে আগামী দিনে দ্রুত চাহিদা বাড়বে এ ধরনের গাড়ির।
|
এ বার বিল মিলবে প্রিপেডেও
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এ বার চাইলে মোবাইল পরিষেবা সংস্থার থেকে বিল পেতে পারবেন প্রিপেড গ্রাহকরাও। ২০১২-এর টেলিকম গ্রাহক সুরক্ষা আইনে এই নতুন নির্দেশ জারি করেছে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। ফোন, এসএমএস-সহ সমস্ত রকম পরিষেবা খরচের বিশদ তথ্য থাকবে ওই বিলে। এটি দেওয়ার জন্য সর্বোচ্চ ৫০ টাকা নিতে পারবে সংস্থাগুলি। গ্রাহক অনুরোধ করার ৩০ দিনের মধ্যেই বিল পাঠাতে হবে সংস্থাকে। প্রসঙ্গত, দেশের মোট মোবাইল সংযোগের প্রায় ৯৬ শতাংশই প্রিপেড। কিন্তু সেই গ্রাহকরা পোস্ট পেড-এর মতো প্রতি মাসে কোনও বিল পান না। এই বিভেদ মেটাতে এবং মোবাইল পরিষেবায় স্বচ্ছতা আনতেই বিল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ট্রাইয়ের। পাশাপাশি, যে কোনও সময়ে গ্রাহক চাইলে বিনামূল্যেই তাঁর মাসুল সংক্রান্ত তথ্য, মোবাইলে জমা টাকার অঙ্ক, বাড়তি পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিসেস) ইত্যাদি সম্পর্কেও নির্দিষ্ট তথ্য জানাতে বাধ্য থাকবে সংস্থাগুলি।
|
জয়প্রকাশ কর্তাকে জরিমানা সেবির
সংবাদসংস্থা • মুম্বই |
বেআইনি ভাবে সংস্থার গোপন তথ্য ব্যবহার করে শেয়ার বাজার থেকে মুনাফা তোলার অভিযোগে জয়প্রকাশ অ্যাসোসিয়েটস-এর কর্ণধার-সহ কয়েক জন শীর্ষ কর্তাকে জরিমানা করল বাজার নিয়ন্ত্রক সেবি। ২০০৮-এর ওই ঘটনায় সংস্থাটির চেয়ারম্যান মনোজ গৌর, তাঁর স্ত্রী উর্বশী, ভাই সমীর গৌর-সহ অভিযুক্ত কর্তাদের মোট ৭০ লক্ষ টাকা জরিমানা হয়েছে। জমা দিতে হবে ৪৫ দিনের মধ্যে। এই অভিযোগ অবশ্য মিথ্যে বলে দাবি করেছেন মনোজ। প্রসঙ্গত, শেয়ার মূল্যের ভিত্তিতে সংস্থাটির মাপ ২২০ কোটি ডলার (প্রায় ১১,৪৪০ কোটি টাকা)।
|
দেবযানী ঘোষ দক্ষিণ এশিয়ায় ইন্টেল-এর এমডি (বিক্রি) হয়েছেন। |