নিজস্ব সংবাদদাতা • বক্সিরহাট |
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর লড়াই প্রকাশ্যে এল। রবিবার কোচবিহারের বক্সিরহাটের রামপুর-২ পঞ্চায়েতের সিঙ্গিমারি হাই স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ওই ঘটনা ঘটেছে। মোট ৬টি আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। তাদের মধ্যে ৬ জন রামপুর-২ অঞ্চল সভাপতি মুকুল চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। বাকি ৬ জন দলের স্থানীয় নেতা নিরঞ্জন সরকারের অনুগামী বলে পরিচিত।
|
নির্মীয়মাণ মন্দির ভাঙার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদহের চাঁচলের গোরক্ষপুর এলাকায়। রবিবার ভোর রাতে ওই ঘটনাটি ঘটে। হামলাকারীদের বাধা দেওয়ায় দুই গ্রামবাসী জখম হন বলে অভিযোগ। পরে বাসিন্দারাও এক অভিযুক্তকে বেঁধে রাখার পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। বিপুল মন্ডল নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে বলে জানিয়েছেন চাঁচলের আইসি সাগর সাহা।
|
নিজস্ব সংবাদদাতা • মেখলিগঞ্জ |
বিজ্ঞান অভীক্ষায় পরীক্ষার্থী কমল মেখলিগঞ্জে। রবিবার কোচবিহারের ২৪টি কেন্দ্রে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পঞ্চম থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের বিজ্ঞান অভীক্ষা হয়। বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক অসীম সাহা জানান, সব মহকুমায় পরীক্ষার্থী বাড়ায় সামগ্রিক ভাবে পরীক্ষার্থী বেড়েছে। ৬ হাজারের বেশী ছাত্রছাত্রী অভীক্ষায় বসে। গত বছর তা ৬ হাজারের কম ছিল। মঞ্চের মেখলিগঞ্জ জোনাল কার্যকরী সভাপতি বিদ্যুৎ দাস বলেন, “২টি স্কুল না আসায় সংখ্যা কমেছে।”
|
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বেআইনি মদের ব্যবসা বন্ধ করতে আন্দোলনে নামল তৃণমূল। রবিবার ডুয়ার্সের বারবিশা ফাঁড়িতে দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। ব্লক সভাপতি অভীক রায় জানান, কুমারগ্রাম ব্লক জুড়ে বেআইনি মদের ব্যবসা চলছে। পুলিশের দাবি, ব্লক জুড়ে অভিযান শুরু হয়েছে।
|
বেআইনি ভাবে চলা মদের কারবার বন্ধে অভিযান করে ৪০০ বোতল মদ নষ্ট করলেন তৃণমূল কর্মীরা। রবিবার কোচবিহারের ঘুঘুমারি এলাকায় ওই ঘটনা ঘটে। |