টুকরো খবর |
কমার্স কলেজে বিক্ষোভ চলছে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শিলিগুড়ি কলেজ এবং শিলিগুড়ি কমার্স কলেজে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ চলছেই। কলেজে পানীয় জল, হস্টেলের সুবিধা-সহ বিভিন্ন দাবিতে কমার্স কলেজে গত ১৩ দিন ধরে তারা অবস্থান আন্দোলন করছেন। লাগোয়া শিলিগুড়ি কলেজ ভবনেও অবস্থান চলছে ১০ দিন ধরে। রবিবার অবস্থান মঞ্চে গিয়ে ছাত্রদের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। সমস্যা সমাধানের ব্যাপারে আগামী ২১ ডিসেম্বর উভয় কলেজ কর্তৃপক্ষ, কলেজগুলির ছাত্র সংসদের প্রতিনিধি এবং আন্দোলনকারীদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের দার্জিলিং জেলার কার্যকরি সভাপতি সঞ্জীব ঘোষ বলেন, “কমার্স কলেজের নিজস্ব ভবন নেই। পানীয় জল, ছাত্রছাত্রীদের হস্টেল সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিলিগুড়ি কলেজেও পানীয় জল, হস্টেলের সমস্যা রয়েছে। ভলিবল, বাস্কেটবল খেলার বন্দোবস্ত করার দাবি জানানো হয়েছে। পরিকাঠামো থাকায় কয়েকটি ক্ষেত্রে স্নাতকোত্তর বিভাগ চালুর বিষয়েও বলা হয়েছে।”
|
সংগঠন সাজাতে পরামর্শ মন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পঞ্চায়েত নির্বাচনে বুথভিত্তিক সংগঠন মজবুত করার উপর জোর দিতে কর্মীদের পরামর্শ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার শিলিগুড়ির মায়াদেবী স্কুল মাঠে মাটিগাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মেলনে এ কথা জানান তিনি। বক্তব্যে কর্মীদের উদ্দেশে গৌতমবাবু জানান, দলীয় নেত্রীর শিক্ষায় সকলকে এগিয়ে চলতে হবে। সামনে পৎঞ্চায়েত নির্বাচন। বুথ ভিত্তিক সংগঠন মজবুত করতে হবে যাতে তৃণমূল একাই লড়তে পারে। এ দিন সম্মেলনে ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কর্মী সমর্থকেরা যোগ দেন। দলের তরফে ব্লকের পর্যবেক্ষকের দায়িত্বে থাকা কৃষ্ণ পাল জানান, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাঁর প্রতিবেদন পড়েছেন। মত দেন এলাকার নেতৃত্বরা। মাটিগাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের এটি দ্বিতীয় সম্মেলন।
|
ক্রেডিট কার্ড বিলি |
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
৪০ জন কৃষকের মধ্যে কিসান ক্রেডিট কার্ড বিলি করা হল ফাঁসিদেওয়ায়। ররিবার স্থানীয় হাই স্কুল মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তা বিলি করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। অনুষ্ঠানে হাজির ছিলেন শিলিগুড়ি মহকুমা কৃষি দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টি টি ভূষণ, সেন্ট্রাল ব্যাঙ্ক রিজিওনাল ম্যানেজার ডি পি সোয়াইন প্রমুখ। এ দিন ৩৪ লক্ষ টাকার কার্ড বিলি করা হয়েছে।
|
সমালোচনায় রাহুল |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
তৃণমূলের ৬ মাসের শাসন কালের বাংলার হাল শোচনীয় হয়েছে বলে অভিযোগ করল বিজেপি। শনিবার ফালাকাটায় দলের দু’দিনের রাজ্য কমিটির সম্মেলন শুরু হয়। এদিন টাউন ক্লাব ময়দানে সমাবেশের মধ্যে দিয়ে তা শেষ হয়। রবিবার ফালাকাটার দলের তরফে জনসভায় মগরাহাটে বিষ মদে মৃত্যু প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, “ভাঁওতা দিয়ে রাজ্য চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। সবাই টাকা পেলে রাজনীতি ছেড়ে দেব।”
|
বার্লার ঘোষণা |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
আলাদা সংগঠন নয়, আদিবাসী বিকাশ পরিষদের চা শ্রমিক ইউনিয়নের ছাতার তলায় থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানালেন জন বার্লা। রবিবার এক সভায় জন বার্লা বলেন, “অন্য সংগঠনের কথা ভাবছি না। পরিষদের চা শ্রমিক সংগঠনের হয়ে কাজ করব।” জন বার্লা শ্রমিক সংগঠনের হয়ে কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকে বলেন, “প্রয়োজনে সংগঠন ভাঙা হবে।”
|
গ্রন্থাগারে জয়ী কংগ্রেসের ৮ |
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
ফাঁসিদেওয়ার চটহাট গ্রন্থাগারের পরিচালন কমিটির ভোটে কংগ্রেসের ৮ প্রার্থীই জয়ী হয়েছেন। রবিবার সেখানে ভোট হয়। কংগ্রেস ছাড়া তৃণমূল ও সিপিএমও প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। তৃণমূল এবং সিপিএমের কোনও প্রার্থীই জয়ী হয়নি বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা স্থানীয় কংগ্রেস নেতা সংলু মহম্মদ জানান, ৩৫ বছর ধরে ওই গ্রন্থাগারে কোনও ভোট হয়নি। সিপিএম এককভাবে সেখানে দায়িত্বে ছিল। এই প্রথম সেখানে ভোট হল। কংগ্রেসের ৮ প্রার্থীই জয়লাভ করেছে। তৃণমূলের তরফে ৭, সিপিএমের তরফে ৮ জন প্রার্থী দিলেও তাদের একজনও জয়ী হননি।
|
সমাবেশে প্রাক্তনেরা |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
অবসরপ্রাপ্ত সেনাদের নানা সমস্যা নিয়ে আলোচনা হল হাসিমারা সেনা ছাউনিতে। রবিবার সা মাহার ব্যাটেলিয়ানের অবসরপ্রাপ্ত সেনাদের সমস্যা নিয়ে আলোচনা করেন ব্রিগেডিয়ার এ কে পট্টনায়ক। এদিন আলিপুরদুয়ার, জয়গাঁ, কুমারগ্রাম থেকে কয়েকশো অবসরপ্রাপ্ত সেনা হাসিমারায় এসে অনুষ্ঠানে মারাঠি নৃত্য ও নানা কসরত পেশ করেন।
|
সেরা সাউথ পয়েন্ট |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নর্থবেঙ্গল কাউন্সিল ফর দ্য ডিজেবল্ড -এর উদ্যোগে প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে সেরা হাওড়া মোহিতনগরের ‘সাউথ পয়েন্টে’। রবিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ৬৯ পয়েন্ট পেয়ে তারাই সেরা। মেয়েদের বিভাগে সেরা হল নর্থ বেঙ্গল কাউন্সিল ফর দ্যা ডিজেবল্ড-এর ফাঁসিদেওয়া শাখা। তারা পেয়েছে ৮৯ পয়েন্ট।
|
যুব দিবস পালন |
জাতীয় সঙ্গীতের শতবর্ষ পূর্তি-সহ যুব দিবসের দিনটি শিলিগুড়ি বিধানসভা এলাকায় পালন করবে তৃণমূল কংগ্রেস। রবিবার শিলিগুড়ি বিধানসভার পুর এলাকার ওয়ার্ডগুলির তৃণমূল কাউন্সিলর, ওয়ার্ড কমিটির সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেন বিধায়ক রুদ্রনাথ ভট্টচার্য। তিনি বলেন, “হাসপাতালে রোগীদের ফল বিলি, চক্ষূ পরীক্ষা শিবিরের মতো কর্মসূচিও রয়েছে।”
|
গাঁজা-সহ গ্রেফতার |
কোটি টাকা মূল্যের গাঁজা-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের (ডিআরআই) অফিসারেরা। শনিবার রাতে বাগডোগরা লাগোয়া গোঁসাইপুর এলাকায় ঘটনাটি ঘটে। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, যে ট্রাক থেকে গাঁজা উদ্ধার হয় তার চালক ও খালাসি নারায়ণ দেবনাথ এবং মহম্মদ মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে। কলা দিয়ে ঢেকে প্রায় ৩৬৩২ কেজি গাঁজা অসমের গোলঘাট এলাকা থেকে দক্ষিণ ২৪ পরগনায় পাচারের চেষ্টা হচ্ছিল।
|
গ্রেফতার |
অভিযান চালিয়ে রবিবার শিলিগুড়ির ভক্তিনগর থানার দশরথপল্লি এলাকায় জুয়ার আসর থেকে ৮ ব্যক্তিকে ধরল পুলিশ। পুলিশ জানায়, বাসিন্দাদের অভিযোগ পেয়ে এ দিন অভিযান চালান হয়। জুয়ার আসর থেকে ১ লক্ষ ২১ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। |
|