পাচারকারীদের হাতে জখম দুই জওয়ান |
গরু পাচারে বাধা দিতে গিয়ে পাচারকারীদের হাতে জখম হলেন দুই বিএসএফ জওয়ান। শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বনগাঁর সুটিয়া সীমান্তে। পুলিশ জানিয়েছে, হেড কনস্টেবল শ্রীপত বর্মা এবং কনস্টেবল রণজিৎ সিংহ নামে ওই দুই বিএসএফ জওয়ানকে বনগাঁ হসপাতালে ভর্তি করানো হয়েছে। বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাংলাদেশ থেকে এক দল গরু পাচারকারী এ দেশে ঢুকে গরু নিয়ে ফের বাংলাদেশের দিকে যাওয়ার সময় বিএসএফের ২৬ নম্বর ব্যাটালিয়নের ওই দুই জওয়ানের সামনে পড়ে যায়। জওয়ানরা তদের বাধা দিলে পাচারকারীরা ইট ছুড়তে শুরু করে। তাতেই দু’জন জওয়ান জখম হন। সেই সুযোগে পাচারকারীরা বাংলাদশে পালিয়ে যায়।
|
আচমকাই গাড়ি বন্ধ হিঙ্গলগঞ্জে |
বেআইনি যান চলাচল বন্ধের দাবিতে হিঙ্গলগঞ্জের দুলদুলি থেকে পার হাসনাবাদ পর্যন্ত গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন বাস, ভ্যানরিকশা, অটো-সহ গাড়ির মালিক ও শ্রমিকেরা। আগাম না জানিয়ে শনিবার হঠাৎ গাড়ি বন্ধ রাখায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। নিত্যযাত্রীদের অভিযোগ, মাসের মধ্যে একাধিকবার যানবাহন বন্ধ রাখায় সমস্যায় পড়ছেন তাঁরা। গাড়ি ও রিকশা না পাওয়ায় প্রত্যন্ত গ্রাম থেকে সময়মতো বাজারে সব্জি আনতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। অসুবিধায় হচ্ছে পড়ছেন ছাত্রছাত্রীদেরও। অন্য দিকে, গাড়িমালিক ও শ্রমিকদের দাবি, বেআইনি যান চলাচল বন্ধের দাবিতে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা না হওয়ায় তাঁরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার অন্যান্য অঞ্চলের মতো এই এলাকাতেও লাইসেন্সহীন বহু গাড়ি চলে। ফলে বৈধ গাড়ি মালিকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অবৈধ গাড়ির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
|
ভোট চলাকালীন স্কুলের সামনের খেতে বোমা পড়ল। ওই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হল তিন সিপিএম সমর্থককে। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙার সাধনপুর উলুডাঙা তুলসিরাম হাইস্কুলে। এ দিন ছিল অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন। সকাল থেকেই স্কুল গেটের বাইরে জটলা ছিল। হঠাৎই সামনের খেতে কয়েকটি বোমা ফাটে। হইচই শুরু হয়ে যায়। সামান্য সময়ের জন্য ভোট বন্ধ রাখতে হয়। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে। কাছেই দরিয়াপুর হাইমাদ্রাসাতেও এ দিন ভোট ছিল। সেখানেও গণ্ডগোলের জেরে কিছু সময়ের জন্য ভোট বন্ধ রাখতে হয়। দু’টি স্কুলেই ৬টি আসনের সব ক’টিতে বামেদের পরাজিত হয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা।
অন্যদিকে, ইছাপুর মল্লিকভিলা গার্লস হাইস্কুলে রবিবার পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। এ দিন তারা ৬টি আসনের সবকটিতেই জয়ী হয় সিপিএমকে হারিয়ে। |