|
|
|
|
ব্যবসায়ীকে গুলি, গণপ্রহারে মৃত্যু দুষ্কৃতীর |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। ছুটে আসেন আশপাশের মানুষ। জনতার প্রহারে মারা গিয়েছে দুষ্কৃতী-দলের এক জন। শনিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের জীবনতলা থানার চিন্তারমোড় কেউটেপাড়ায়। ওই দুষ্কৃতীকে উদ্ধার করতে গেলে পুলিশ কর্মীরাও প্রহৃত হন বলে স্থানীয় সূত্রের খবর। পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চলে। পুলিশ অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দুরন্ত মণ্ডল নামে ওই ব্যবসায়ী শিমুলতলা হাসপাতাল মোড়ে দোকান বন্ধ করে বেরিয়েছিলেন। মোটর বাইকে তাঁর সঙ্গে ছেলেও ছিল। কেউটেপাড়ায় বাড়ি ঢোকার মুখে দু’টি মোটর বাইকে জনা ছ’য়েক দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। দুরন্তবাবু বলেন, “আমি ব্যাগ দিতে না চাওয়ায় এক জন গুলি চালিয়ে দেয়। মাথা ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। অল্পের জন্য প্রাণে বেঁচেছি।” টাকার ব্যাগ অবশ্য নিতে পারেনি দুষ্কৃতীরা।
এ দিকে, গুলির শব্দে বেরিয়ে আসেন আশপাশের মানুষজন। তাঁরা তাড়া করে ধরে ফেলেন ইউসুফ মোল্লা নামে এক দুষ্কৃতীকে। জীবনতলার সারেঙ্গাবাদ এলাকার ওই দুষ্কৃতীকে গণধোলাই দেয় জনতা। তাকে উদ্ধার করতে গেলে পুলিশ কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিশের জিপে ভাঙচুর চলে। পরে অবশ্য পুলিশই ইউসুফকে নিয়ে ক্যানিং হাসপাতালে আসে। সেখানেই মারা যায় ওই দুষ্কৃতী। তার দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য। দুষ্কৃতী-দলের বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জখম ওই ব্যবসায়ীকে চিত্তরঞ্জন মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তাঁর পরিবার সূত্রের খবর। সেখানে সিটি স্ক্যান করানো হয়। প্রাথমিক চিকিৎসার পরে দুরন্তবাবুকে পাঠিয়ে দেওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। |
|
|
|
|
|