শীতের রাতে অসুস্থ মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে নজির তৈরি করল পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় বসিরহাটের রঘুনাথপুরের দক্ষিণপাড়ার একটি স্কুলের পাশে বন্ধ দোকানের সামনে ওই মহিলাকে বসে থাকতে দেখা যায়। তাঁর পরনে ছিল চুড়িদার, জ্যাকেট, পায়ে হাওয়াই চটি ও
|
হাসপাতালে
কবিতাদেবী
--নিজস্ব চিত্র। |
কপালে সিঁদুর। সারা গায়ে ধুলো মাখা মহিলা ঠাণ্ডায় কাঁপছিলেন ও হাঁপাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দারা কেউই তাঁর সাহায্যে বা তাঁকে হাসপাতালে ভর্তি করাতে এগিয়ে আসেননি। রাত আটটা নাগাদ পুলিশে খবর দেওয়া হলে কর্তব্যরত পুলিশ অফিসার অরিজিৎ ভট্টাচার্য তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করান। পুলিশ জানায় মহিলার নাম কবিতা। তবে পদবী জানা যায়নি।
একবার শুধু বলেছেন, ‘‘কেউ আমাকে বুঝল না, তাই বেরিয়ে পড়লাম।’’ অরিজিৎবাবু বলেন “মহিলাকে দেখে মনে হয় কোনও কারণে উত্তেজিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন।” অরিজিৎবাবু ও অন্য পুলিশকর্মীদের ভূমিকায় খুশি বসিরহাট থানার আইসি অতনু মণ্ডল বলেন, “ভাল কাজ করলে সকলেরই ভাল লাগে। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশকর্মীরা সঠিক কাজ করেছেন।” আর প্রশংসা শুনে লাজুক স্বভাবের অরিজিতবাবু বলেন, “কী এমন করেছি যে এই ভাবে বলা হচ্ছে! অসুস্থকে হাসপাতালে ভর্তি করা তো সকলেরই কাজ। এখন মহিলার পরিচয় জেনে তাঁকে বাড়িতে ফিরিয়ে দেওয়াটাই জরুরি।” |