টুকরো খবর |
কোলাঘাট উৎসব
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
রবিবারের উদ্বোধন অনুষ্ঠানে ছৌ-নাচের ছবিটি তুলেছেন পার্থপ্রতিম দাস। |
কোলাঘাট ইউনিয়ন হাইস্কুল ময়দানে রবিবার থেকে শুরু হয়েছে ১৫ তম কোলাঘাট উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পী ইন্দ্রাণী সেন। উপস্থিত ছিলেন শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, উৎসব কমিটির সভাপতি তথা বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। উৎসবে জম্মু-কাশ্মীর, সিকিম, আসাম ও ত্রিপুরার নৃত্যশিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। উৎসব উপলক্ষে প্রতিদিন থাকছে, নাটক, যাত্রা, ম্যাজিক শো। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
|
তৃণমূলের সভা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
|
শীপুর গ্রামে এগরা ১ ব্লক যুব তৃণমূল সম্মেলন |
সাংগঠনিক ভাবে এখনও পিছিয়ে থাকা এগরা ১ ব্লকের সাহাড়া পঞ্চায়েত এলাকায় সংগঠন মজবুত করার লক্ষ্যে একাধিক কর্মসূচি নিল তৃণমূল। রবিবার শীপুর গ্রামে এগরা ১ ব্লক যুব তৃণমূলের সম্মেলনের পাশাপাশি রাজনৈতিক কর্মশালার আয়োজন ছিল। শীপুর কেশবেশ্বর জিউ খেলার মাঠে আয়োজিত ওই সভায় তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন এগরা, ভগবানপুর ও নন্দকুমারের তৃণমূলের বিধায়ক সমরেশ দাস, অর্ধেন্দু মাইতি ও সুকুমার দাস। উল্লেখ্য, ওড়িশা সীমান্ত এলাকার এই পঞ্চায়েতে বরাবরই শক্তিশালী বামেরা।
|
গাঁজা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • এগরা |
তল্লাশি অভিযান চালিয়ে তিনশো কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে মারিশদা থানা এলাকার সিল্লিবাড়ি গ্রামের কাছে দিঘা-মেচেদা রাজ্য সড়কে কলাবোঝাই একটি পিকআপ ভ্যান থেকে ওই গাঁজা উদ্ধার হয়। গাড়ির চালক শেখ আক্রম আলিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উত্তর ২৪ পরগনার কামারহাটির বাসিন্দা। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, কামারহাটি থেকে ওই গাঁজা দিঘায় নিয়ে যাচ্ছিলেন চালক। গাঁজা পাচার চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ
|
ট্রেনের ধাক্কায় মৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। নাম গীতা সাউ (৬০)। বাড়ি মেচেদার শান্তিপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে মেচেদা স্টেশন সংলগ্ন রেল ইয়ার্ডের কাছে লাইন পেরনোর সময়ে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় একটি ট্রেন তাঁকে ধাক্কা দেয়।
|
স্কুলে জয় ঝাড়খণ্ডীদের
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
রবিবার জামবনি ব্লকের গিধনি এলোকেশী উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই জয়ী হলেন ঝাড়খণ্ড পার্টি (অর্জুন হাঁসদা গোষ্ঠী) সমর্থিত প্রার্থীরা। এই স্কুলের পরিচালন কমিটির ক্ষমতায় এত দিন ঝাড়খণ্ডীরাই ছিলেন। রাজ্যে পরিবর্তনের হাওয়ায় বেশির ভাগ স্কুল নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হচ্ছেন। সেই দিক থেকে ব্যতিক্রম থাকল গিধনির এই স্কুলটি। তৃণমূল সমর্থিত ৬ জন প্রার্থী ছিলেন। সকলেই পরাজিত হয়েছেন। সিপিএম তথা বামপন্থীরা কোনও প্রার্থী দেয়নি।
|
কঙ্কাল মিলল না কণ্ঠিবাড়িতে
নিজস্ব সংবাদদাতা • এগরা |
গত তিন দিন ধরে খেজুরির কণ্ঠিবাড়ি রসুলপুর নদীর পাড়ে মাটি খোঁড়া চলছে। কিন্তু মেলেনি কোনও কঙ্কাল। সোমবার ফের ওই এলাকায় মাটি খোঁড়া হবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। দলের জেলা সাধারণ সম্পাদক মামুদ হোসেন বলেন, “সোমবারও কিছু পাওয়া না গেলে খোঁড়াখুঁড়ি আপাতত বন্ধ থাকবে। তবে ভবিষ্যতে এ ব্যাপারে আরও তথ্য মিললে ফের মাটি খোঁড়ার দাবি জানানো হবে।” তিনি জানান, আগামী ২৭ ডিসেম্বর শুনিয়ায় সভা করবে তৃণমূল। উপস্থিত থাকবেন সাংসদ শুভেন্দু অধিকারী। ওই দিন খেজুরি, কাঁথির দেশপ্রাণ ব্লকে দলের আগামী কর্মসূচি ঘোষণা করবেন তিনি।
|
ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
২২তম বিধানচন্দ্র রায় গ্রামীণ কৃষি, শিল্প ও বিজ্ঞান মেলা কমিটি আয়োজিত দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়ে গেল রবিবার। শনিবার ভগবানপুর হাইস্কুল ফুটবল ময়দানে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। মেলা হবে ২২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।
|
মোমবাতি মিছিল
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
আমরি-কাণ্ডে ও বিষমদ-কাণ্ডে নিহতদের স্মরণে রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরে মোমবাতি-মিছিল করল শহর-তৃণমূল। ঝাড়গ্রাম শহর তৃণমূলের সভাপতি সুনীল হেমব্রমের নেতৃত্বে ওই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আনন্দমোহন পাণ্ডা, দুর্গেশ মল্লদেব, রতন মল্লিক প্রমুখ।
|
শীতবস্ত্র ও অন্নদান |
ক্ষুদিরাম মেলার শেষ দিনে শীতবস্ত্র ও অন্নদান কর্মসূচি নিল হলদিয়ার ক্ষুদিরাম জন্মোৎসব ওয়েলফেয়ার সোসাইটি। শুক্রবার সন্ধ্যায় হলদিয়ার ক্ষুদিরাম স্কোয়ার সংলগ্ন এইচএফসি ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। |
|