ক’দিন আগেই নেইমারকে মেসির থেকে বড় ফুটবলার বলেছিলেন পেলে। বিশ্ব ক্লাব কাপের ফাইনালে যেন তারই জবাব দিলেন লিওনেল মেসি। নেইমারদের বিরুদ্ধে দু’গোল করলেন মেসি। বিশ্ব ক্লাব কাপ ফাইনালে বার্সেলোনা ৪-০ হারাল পেলের ক্লাব ব্রাজিলের সান্তোসকে। মেসি ছাড়া বাকি দু’টি গোল জাভি এবং ফাব্রেগাসের।
পেলে যখন ঝুঁকছেন নেইমারের দিকে। তখন পেলের দেশেরই রোনাল্ডো সবার আগে রাখছেন মেসিকে। মেসির প্রথম গোলের পর তিনি টুইট করেছেন, “মেসি অবিশ্বাস্য!” আর ম্যাচ চলাকালীন লিখলেন, “বার্সেলোনা ফুটবলটা এ রকমই খেলে। চমৎকার!” সেই সঙ্গে জানালেন, বিশ্ব সেরা ফুটবলারের দৌড়ে মেসিকেই এগিয়ে রাখছেন তিনি। |
গোলের পর মেসির উচ্ছ্বাসের ছবি এপি-র |
শুরু থেকেই বার্সেলোনার ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ছিল সান্তোসের ডিফেন্স। ১৬ মিনিটে ১-০ করেন মেসি। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে গোলকিপারকে কাটিয়ে দু’নম্বর গোল করেন মেসি। বার্সার দ্বিতীয় গোলটি করেছিলেন জাভি। আর হাফটাইমের বাঁশি বাজার ঠিক আগেই ফাব্রেগাসের গোলে ৩-০ এগিয়ে যায় বার্সা। সেমিফাইনালে দাভিদ ভিয়ার পা ভাঙাতেই প্রথম এগারোর দরজা খুলে গিয়েছিল তাঁর জন্য। তাই ফাইনালের গোল ফাব্রেগাস উৎসর্গ করলেন ভিয়াকে। দু’হাতের সাতটি আঙুল দিয়ে বোঝালেন ভিয়ার জার্সি নম্বর। ট্রফিটাও বার্সা অধিনায়ক পুওল উৎসর্গ করেন ভিয়া এবং সহকারী কোচ তিতো ভিলানোভার উদ্দেশে।
সান্তোসের সেরা সুযোগ পেয়েছিলেন নেইমারই। বিরতির কিছু পর বার্সা গোলকিপার ভালদেসকে একা পেয়েও গোল করতে পারেননি। নেইমারের সতীর্থ বোরখেস তেক্সেইরা বেশ ভাল খেলছিলেন। কিন্তু গোলের নাগাল পাননি। |