সচিন তেন্ডুলকরকে থামানোর জন্য গ্রেগ চ্যাপেলের পরামর্শ নিয়ে অস্ট্রেলিয়ার কোনও লাভ হবে না। এ কথা বলছেন ভারতের এক প্রাক্তন অধিনায়ক।
তিনিসৌরভ গঙ্গোপাধ্যায় পরিষ্কার বলে দিচ্ছেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরের সময়ও গ্রেগ চ্যাপেল অস্ট্রেলিয়া দলের সাপোর্ট স্টাফের সঙ্গে ছিলেন, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। “দু’হাজার আটে অস্ট্রেলিয়ার ভারত সফরের কথা ভেবে দেখুন। সে বারও গ্রেগ চ্যাপেল ওদের সঙ্গে ছিল। কিন্তু কোনও লাভ হয়নি। আমরা ২-০ সিরিজ জিতেছিলাম। এ বারও চ্যাপেলের উপস্থিতি সিরিজে কোনও প্রভাব ফেলবে না বলেই আমার মনে হয়,” একটি টিভি চ্যানেলকে বলেছেন সৌরভ।
চলতি সফরে সচিনকে থামানোর জন্য শেষ পর্যন্ত গ্রেগ চ্যাপেলের দ্বারস্থ হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের আগে অস্ট্রেলীয় ক্রিকেটারদের সঙ্গে কথাও বলবেন চ্যাপেল। কিন্তু অনেকেই মনে করছেন, বিপক্ষ শিবিরে চ্যাপেলের উপস্থিতি হয়তো বা ভারতীয়দের আরও বেশি করে তাতিয়ে দেবে।
সৌরভ যেমন এখনও ভুলতে পারেননি কোচ চ্যাপেলের জমানাকে। এ দিন আবার বলেছেন, “কিছু ব্যক্তিগত আক্রোশ নিয়ে চ্যাপেল ভারতে এসেছিল। ড্রেসিংরুমে সুস্থ পরিবেশ চায়নি ও। চ্যাপেল একটার পর একটা ভুল করে গিয়েছিল। কিন্তু সেই সময়কার অধিনায়ক রাহুল দ্রাবিড়ের সাহস ছিল না চ্যাপেলকে থামানোর।” এতেই না থেমে সৌরভ আরও বলেছেন, “তেন্ডুলকর, লক্ষ্মণ, জাহির, হরভজনসবার বিরুদ্ধে ছিল চ্যাপেল। কিন্তু সবাই বুঝিয়ে দিয়েছে নিজেদের জাতটা। ওরা এখনও দেশের হয়ে খেলে যাচ্ছে।” সৌরভ মনে করেন, ওই সময় ভারতীয় বোর্ডে রদবদল চলার কারণে বোর্ড কর্তারাও চ্যাপেল নিয়ে কিছু করতে পারেননি। |