হঠাৎ করেই অশোক দিন্দাকে নিয়ে জোর জল্পনা বাংলা অবনমন ঠেকানোর ম্যাচ খেলতে যাওয়ার আগের দিন। খবর ছড়িয়ে পড়েছে যে, বাঁ পায়ের গোড়ালির চোটে কাহিল ইশান্তের জায়গায় অতিরিক্ত পেসার লাগতে পারে। আর সেই অতিরিক্ত পেসারের নাম অশোক দিন্দা।
জল্পনা আরও ছড়িয়েছে একটি টিভি চ্যানেলকে দেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারে। যেখানে সৌরভ বলেন, তাঁর কাছে নিশ্চিত খবর, চব্বিশ ঘণ্টার মধ্যে ইশান্ত শর্মার ‘কভার’ হিসেবে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন দিন্দা। |
সৌরভ আরও যোগ করেছেন, “এই মুহূর্তে দিন্দাই ভারতের সেরা পেসার। প্রথম দলের সঙ্গেই ওর অস্ট্রেলিয়া যাওয়া উচিত ছিল।” সৌরভ যেহেতু বাংলার অধিনায়ক, অনেকে ধরে নেন যেহেতু তাঁর কাছে খবর রয়েছে, দিন্দা নিশ্চিত ভাবেই অস্ট্রেলিয়া যাচ্ছেন।
সোমবার থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না ইশান্ত। কিন্তু বক্সি ডে টেস্ট ম্যাচ থেকে পুরোপুরি তিনি এখনও ছিটকে যাননি। ভারতীয় টিম ম্যানেজার জি এস ওয়ালিয়া সংবাদসংস্থাকে জানান, ইশান্তের অবস্থার উন্নতি ঘটছে। জাতীয় নির্বাচকদের কাছে নিশ্চিত কোনও খবর নেই। ইশান্তের চোটের কথা ভেবে অতিরিক্ত পেসার দরকার এমন কোনও আর্জিও রবিবার রাত পর্যন্ত তাঁদের কাছে পৌঁছয়নি। সবাই অপেক্ষা করছেন সোমবার ইশান্তের চোটের রিপোর্ট পাওয়ার জন্য। তখন সম্ভবত পরিষ্কার হয়ে যাবে ইশান্ত থাকবেন, না তাঁকে ফিরিয়ে আনতে হবে। যদি একান্তই ফিরে আসতে হয় তখন দিন্দার নাম যে জোরালো ভাবে আলোচনায় চলে আসবে তা নিয়ে সন্দেহ নেই। হতেই পারে যে, অবনমন ঠেকানোর ম্যাচে তাঁকে পেলই না বাংলা। দিন্দাকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারেন ইরফান পাঠান। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভাল বোলিং করেছেন বাঁ হাতি পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে ভাল বোলিং করেছেন। দিন্দা সামান্য হলেও এগিয়ে। |