টুকরো খবর
রবীন্দ্র সরোবর পাচ্ছে না আইএফএ
রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পাঁচ বছরের জন্য আই এফ এ-কে দিয়ে দিয়েছিল বামফ্রন্ট সরকারের ক্রীড়ামন্ত্রক। চুক্তির পর স্টেডিয়াম সারানোর জন্য কোটি টাকার স্পনসর যোগাড়ও করে ফেলেছিল আই এফ এ কর্তারা। ফেডারেশনও কয়েক লাখ টাকা দিতে চেয়েছিল। কাজ শুরু হওয়ার মুখেই সেই চুক্তি বাতিল করে দিল বর্তমান সরকার। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র রবিবার বলে দিলেন, “ওই চুক্তি বাতিল করে স্টেডিয়াম তুলে দেওয়া হচ্ছে কে এম ডি-এর হাতে। যার যা কথা বলার, চুক্তি করার তা ওদের সঙ্গেই করতে হবে। ওই দফতরই এখন সব রক্ষনাবেক্ষণ করবে।” চুক্তি বাতিলের খবর অবশ্য জানেন না আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। রবিবার রাতে তিনি বললেন, “আমি এখনও কোনও চিঠি পাইনি। আমরা ওই চুক্তি বাড়ানোর চেষ্টা করছি। কে এম ডি-এর সঙ্গে কথা বলব।” এ দিকে মধ্যপ্রদেশে খেলতে গিয়ে নিগৃহীত মেয়ে খো খো খেলোয়াড়দের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার।

মেসিকে টপকে গেলেন রোনাল্ডো
মেসিরা ক্লাব ফুটবলে বিশ্বসেরা হওয়ার আগেই লা লিগার গোল সংখ্যায় মেসিকে (১৭) ছাপিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (২০)। শনিবার রাতে সেভিয়াকে রিয়াল মাদ্রিদ হারাল ৬-২ গোলে। রোনাল্ডোর হ্যাটট্রিকের সঙ্গে গোল পেলেন কায়েহোন, দি’মারিয়া এবং আলটিনটপ। এ দিকে, রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে দাভিদ ভিয়ার গোলে ১-০ হারিয়ে ম্যাঞ্চেস্টার সিটি শীর্ষেই থাকল। দু’পয়েন্ট পিছনে দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২-০ হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে। ৫৫ সেকেন্ডে রুনি এগিয়ে দেওয়ার পর ২-০ করেন ক্যারিক। শনিবার চেলসি ১-১ আটকে যায় উইগানের কাছে। স্টারিজের গোল শোধ করেন খোর্দি গোমেজ।

ফাইনালে হারলেন সাইনা
বিশ্ব সুপার সিরিজের ফাইনালে শুরুটা ভাল করেও চিনের য়িহান ওয়াং-এর কাছে হেরে গেলেন সাইনা নেহওয়াল। এ বছর তিনটে বড় টুর্নামেন্টে ফাইনালে উঠেও হারলেন তিনি। বিশ্বের এক নম্বর ওয়াং-এর বিরুদ্ধে সাইনা এই নিয়ে চার বার খেলে চার বারই হারলেন। এ দিন অবশ্য প্রথম গেমটা সাইনাই জিতেছিলেন ২১-১৮। কিন্তু চিনা খেলোয়াড় পরের দু’টো গেমে সাইনাকে হারান ২১-১৩, ২১-১৩।

চৌরাসিয়া তৃতীয়
এশীয় ট্যুরের অর্ডার অব মেরিট তালিকায় তৃতীয় হয়ে মরসুম শেষ করলেন কলকাতার তারকা গল্ফার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া। একটা সময় পর্যন্ত এক নম্বরে থাকলেও মরসুম গড়ানোর সঙ্গে সঙ্গে চৌরাসিয়াকে টপকে উঠে আসেন ফিলিপিনো জুভিক পাগুনসন। পুরস্কার মূল্যে ৭ লক্ষ ৮৮ হাজার ২৯৯ মার্কিন ডলার জিতে যিনি বছর শেষ করলেন এশীয় চ্যাম্পিয়ন হিসাবে। দ্বিতীয় জাপানের তেতসুজি হিরাতসুকা। এই মরসুমে পুরস্কার মূল্যে চৌরাসিয়ার আয় দাঁড়াল ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৮ মার্কিন ডলার।

জিতল মহমেডান
স্থানীয় লিগে দু’দিনের ম্যাচে ইস্টবেঙ্গলকে ৫২ রানে হারাল মহমেডান। সেঞ্চুরি করলেন মহমেডানের প্রসেনজিৎ দাস (১১২)। আগে ব্যাট করে ৩০১ তোলে মহমেডান। ছ’উইকেট নেন ইস্টবেঙ্গলের বাঁ-হাতি স্পিনার সুমিত তিওয়ারি। জবাবে ব্যাট করতে নেমে ২৪৯ রানে শেষ হয়ে যায় ইস্টবেঙ্গল। ১৬ ওভারে ৫৯ রান দিয়ে ছ’টা উইকেট তুলে নিলেন মহমেডানের বাঁ-হাতি স্পিনার মনদীপ সিংহ।

শহরে রাজ্য খো খো
রাজ্য খো খো প্রতিযোগিতা শুরু হল শিলিগুড়িতে। রবিবার ফাঁসিদেওয়া হাই স্কুলে এর উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ছিলেন মহকুমা ক্রীড়া পরিষদ সচিব মহকুমা খো খো অ্যাসোসিয়েশনের সভাপতি নান্টু পাল প্রমুখ। কেন্দ্রের ‘পঞ্চায়েত যুব ক্রীড়া অউর খেল অভিযান’ ও রাজ্যের সহযোগিতায় ২০ ডিসেম্বর পর্যন্ত খেলা চলবে।

ফের হার ডেম্পোর
মারগাওয়ে এয়ার ইন্ডিয়ার কাছে ০-২ হারল ডেম্পো। গোল করলেন মননদীপ সিংহ এবং কলিন। গত আই লিগে এই ম্যাচ ১৪ গোলে হেরেছিলেন বিমানকর্মীরা। লিগ টেবিলে চার্চিল ব্রাদার্স (২৩) শীর্ষেই থাকল। দ্বিতীয় ডেম্পোর (২১) সঙ্গে মোহনবাগান-ইস্টবেঙ্গল (২০) দু’দলেরই ব্যবধান ১ পয়েন্টের। তবে টোলগেদের হারানোয় ব্যারেটোরা তিনে আছেন। লাল-হলুদ চারে। সালগাওকর সুয়েকার গোলে ১-০ হারাল হ্যালকে। মুম্বই এফসি ও পুণে এফসির খেলা ০-০ ড্র।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.