টুকরো খবর
মিলে উৎপাদন চালুর দাবিতে আন্দোলন
উৎপাদন বন্ধ গত জুলাই মাসের শুরু থেকেই। সেপ্টেম্বর মাস থেকে বেতন বকেয়া। ৫৪৮ জন শ্রমিক তাকিয়ে অনিশ্চিৎ ভবিষ্যতের দিকে। সব মিলিয়ে, উদ্ভুত পরিস্থিতিতে ঘুরে গিয়েছে রাজ্য সরকার পরিচালিত শ্রীরামপুরের কো-অপারেটিভ স্পিনিং মিলের শ্রমিক পরিবারগুলির মাথা। অবিলম্বে উৎপাদন চালু করা এবং বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন শ্রমিকেরা। গত মঙ্গলবার কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে ফের দরবার করল কংগ্রেস ও তৃণমূলের শ্রমিক সংগঠন। এক সময় লাভজনক থাকলেও গত কয়েক বছর ধরেই মিলটি ধুঁকছিল। গত ২ জুলাই থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। কর্মীদের দাবি, সেপ্টেম্বর থেকে বেতন পাচ্ছেন না তাঁরা। পুজোর বোনাস, হাজিরা বোনাসও দেওয়া হয়নি। কয়েক দিন আগে মিলের ম্যানেজিং ডিরেক্টরের কাছে স্মারকলিপি দেয় আইএনটিটিইউসি ওআইএনটিইউসি। মিলের আইএনটিটিইউসি-র সাধারণ সম্পাদক অমল রায় বলেন, “নতুন সরকার মিলের আধুনিকীকরণে উদ্যোগী হয়েছে। আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই প্রক্রিয়া সময়সাপেক্ষ। তাই শ্রমিকদের বাঁচাতে অন্তত স্বল্পমেয়াদী ভাবে উৎপাদন চালু হোক। যত শীঘ্র সম্ভব বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হোক।” মিলের আইএনটিইউসি-র সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, “শ্রমিক পরিবারগুলির এখন না খেতে পেয়ে মরার অবস্থা। অবিলম্বে কিছু একটা ব্যবস্থা না করা হলে শ্রমিক পরিবার এবং মিলের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব।”

স্কুল ভোটে জয়ী তৃণমূল
জয়পুরের থলিয়া ইউনিয়ন হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতল তৃণমূল। ঝামটিয়া হাইস্কুলে বামফ্রন্টকে হারিয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতেছে কংগ্রেস-তৃণমূল জোট। সাঁকরাইল আজিজিয়া হাই মাদ্রাসা (ইউনিট-২)-তে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএমের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়। জয়ী কংগ্রেস। পাঁচলার গঙ্গাধরপুর বিদ্যামন্দির (বালক বিভাগ)-এ কংগ্রেস-তৃণমূল জোটকে হারিয়ে জিতেছে বামফ্রন্ট। চারটি স্কুলেই নির্বাচন ছিল রবিবার। অন্য দিকে, শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাগনানের চন্দ্রভাগ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতিতে একক ভাবে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থীরা।

খানাকুলের মন্দিরে চুরি
মন্দিরের দরজা ভেঙে চুরি হয়ে গেল সোনা-রুপোর গয়না এবং বাসনপত্র। শুক্রবার ঘটনাটি ঘটেছে খানাকুলের মাঠনান গ্রামে। প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই মন্দিরে পূজিত হয় অষ্টধাতুর তৈরি দক্ষিণকালী মূর্তি। এই দেবী স্থানীয় কৌশিক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের গৃহদেবতা। কৌশিকবাবু বলেন, “মূর্তিটিও চুরির করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। কিন্তু সেটি নড়াতে পারেনি। চুরি যাওয়া গয়নাপত্র এবং বাসনের হিসেব পুলিশকে জানানো হয়েছে।” শনিবার সকালে পুলিশ গ্রামে এসে তদন্ত শুরু করে।

আরামবাগে ক্রিকেট
আরামবাগ পুরসভার ওয়ার্ডভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় জিতল ৩ নম্বর ওয়ার্ড। পুরসভা উৎসব উপলক্ষে ওই প্রতিযোগিতা শুরু হয়েছে ১৪ ডিসেম্বর। শুক্রবার প্রতিযোগিতার ফাইনালে পারুল স্পোর্টস কমপ্লেক্স মাঠে নির্ধারিত ২৫ ওভারে ২২০ রান তোলে ৩ নম্বর ওয়ার্ড। জবাবে বিনা উইকেটে ১১৪ রানে শেষ হয়ে যায় ১৫ নম্বর ওয়ার্ডের ইনিংস।

ব্যান্ডেল চার্চ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী
ব্যান্ডেল চার্চের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন অজ্ঞাতপরিচয় এক যুবক। রবিবার দুপুরের ঘটনা। পুলিশ জানায়, মৃতের বয়স আনুমানিক পঁচিশ বছর। তাঁর ডান হাতে উল্কিতে লেখা নেপাল দেবনাথ। অন্য দর্শনার্থীদের মতোই ওই যুবক এ দিন ব্যান্ডেল চার্চে ঢোকেন। আচমকাই তিন তলার ছাদের কার্নিসে উঠে তিনি নীচে ঝাঁপ দেন। পুলিশ ওই যুবককে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্বোধন
সম্প্রতি খানাকুলের রাজহাটিতে একটি শিশু শিক্ষা নিকেতনের উদ্বোধন হয়েছে। নাম ‘রবীন্দ্র-নজরুল একাডেমি’।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.