বিষ মদে সংগ্রামপুরে মৃত্যুর ঘটনার পরে হাওড়ার বিভিন্ন এলাকায় চোলাই মদের ঠেকগুলি ভাঙতে উদ্যোগী হল আবগারি দফতর। শনিবার আমতা ২ ব্লকের নারিট গ্রামে এই দফতরের কর্তারা এসে ৮টি চোলাইয়ের ঠেক ভেঙে দেন। মদ তৈরির জিনিসপত্র এবং উনুন, জারিকেন প্রভৃতি ভেঙে দেওয়া হয়। সকাল সাড়ে ৭টা থেকে অভিযান চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। |
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় অন্তত ১৫টি চোলাই মদের ঠেক ছিল। কিন্তু আবগারি দফতরের লোকজন বাকি ঠেকগুলি না-ভেঙেই চলে যান। রবিবার গ্রামবাসীরা বাকি ঠেকগুলি ভেঙে দেন। তাঁদের সঙ্গে হাত মেলান স্থানীয় ক্লাবের সদস্যরা। জারিকেনগুলি তাঁরা পুকুরে ফেলে দেন। রবিবার দুপুর এলাকায় এসে দেখা গেল এলাকা থেকে এখনও মদের গন্ধ পাওয়া যাচ্ছে। যদিও ঠেকগুলি নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাগনান নারিট রাস্তার উপরে পাঁচটি চোলাইয়ের ঠেক এবং বেতাই বন্দর থেকে নারিট পর্যন্ত আটটি জায়গায় চোলাইয়ের ঠেক চলে। নারিট বাস স্ট্যান্ডে সন্ধ্যার পরে চোলাই মদের রমরমা দেখা যায়। তবে আবগারি দফতর সূত্র থেকে দাবি করা হয়েছে এলাকার সমস্ত ঠেক ভেঙে দেওয়া হবে। |