|
|
|
|
ঘর থেকে শ্বশুর-বৌমার দেহ উদ্ধার, সন্দেহ খুন |
নিজস্ব সংবাদদাতা • জিরাট |
বাড়ির পাশাপাশি দু’টি ঘর থেকে উদ্ধার হল শ্বশুর এবং বৌমার মৃতদেহ। পুলিশের অনুমান, দু’জনকেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির জিরাটের ২ নম্বর কলোনির মোড়লপাড়ায়। পুলিশ জানায়, নিহতদের নাম নরেন ভক্ত (৬১) এবং মৌমিতা ভক্ত (২৬)। নরেনবাবু অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল-শিক্ষক। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অশেষ বিশ্বাস বলেন, “তদন্ত শুরু হয়েছে। আশা করছি, খুব শীঘ্রই কিনারা করা সম্ভব হবে।”
মৌমিতাদেবীর স্বামী কল্যাণ ভক্তের মোবাইল সারাইয়ের একটি দোকান রয়েছে। পুলিশকে তিনি জানিয়েছেন, রাত ৯টা নাগাদ বাড়িতে ফিরে অনেক ডাকাডাকিতেও কেউ দরজা খোলেনি। বাড়ির পিছন দিকে গিয়ে তিনি দেখেন, সে দিকের দরজা খোলা। বাড়িতে ঢুকে দুই ঘরের মেঝেতে স্ত্রী এবং বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কল্যাণ-মৌমিতার বছর চারেকের ছেলে খাটে ঘুমিয়েছিল। কল্যাণের মা এবং বোন জলসা দেখতে গিয়েছিলেন। কল্যাণই প্রতিবেশী ও আত্মীয়-স্বজনকে খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়না-তদন্তের জন্য।
মৃত্যুর কারণ নিয়ে পুলিশ ধন্ধে পড়েছে। কে বা কারা কী কারণে দু’জনকে খুন করল, তা নিয়ে পুলিশকে নির্দিষ্ট ভাবে কিছু বলতে পারেননি কল্যাণ বা বাড়ির কেউ। দুষ্কৃতীরা লুঠপাট চালাতে এসে ওই কাণ্ড ঘটিয়েছে, না কী এর পিছনে অন্য কোনও কারণ আছে, পুলিশ তা খতিয়ে দেখছে। তবে প্রাথমিক ভাবে তদন্তকারী অফিসারেরা মনে করছেন, দুষ্কৃতী নয়, ঘটনার পিছনে ‘পরিচিত’ কারও হাত আছে। জিরাট স্টেশনের কাছে জনবহুল এলাকায় নরেনবাবুদের বাড়ি। পাঁচশো মিটার দূরে জলসা হচ্ছিল। এই পরিস্থিতিতে রাত ৮টা-সাড়ে ৮টার সময় দুষ্কৃতীরা কেন শ্বাসরোধ করে এক বৃদ্ধ এবং বধূকে খুন করবে তদন্তকারীদের কাছে তা বোধগম্য হচ্ছে না। ঘটনার সময় পড়শিরাও কিছু টের পাননি। |
|
|
|
|
|